SIR: ‘১১ নভেম্বরের মধ্যে ফর্ম বিলি অসম্ভব’, সময়সীমা বাড়ানোর আর্জি BLO ঐক্যমঞ্চের!
SIR: বিএলও ঐক্য মঞ্চের বক্তব্য, ৪ নভেম্বর থেকে ফর্ম বিতরণ শুরু হলেও এনুমারেশন ফর্ম পর্যাপ্ত সরবরাহ না থাকায় রাজ্যের বহু এলাকায় বিএলও-রা দেরিতে কাজ শুরু করতে বাধ্য হয়েছেন। বেশ কিছু জায়গায় ইআরও অফিস প্রথম দুই দিন ফর্ম সরবরাহই করতে পারেনি।
কলকাতা: আটদিনের মধ্যে ভোটারদের এনুমারেশন ফর্ম পৌঁছে দিতে হবে। সময় বেঁধে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। গত ৪ নভেম্বর থেকে ফর্ম বিলি শুরু হয়েছে। ভোটারদের ফর্ম দেওয়ার জন্য ১১ নভেম্বর পর্যন্ত সময় পাচ্ছেন বুথ লেভেল অফিসাররা (বিএলও)। কিন্তু ওই সময়ের মধ্যে কি প্রত্যেক ভোটারকে ফর্ম দেওয়া সম্ভব? এই নিয়ে আশঙ্কায় বিএলও ঐক্য মঞ্চই। তাই, এনুমারেশন ফর্ম বিলির জন্য সময়সীমা বাড়ানোর আবেদন জানাল তারা। বিএলও ঐক্য মঞ্চের বক্তব্য, ৪ নভেম্বর থেকে ফর্ম বিতরণ শুরু হলেও এনুমারেশন ফর্ম পর্যাপ্ত সরবরাহ না থাকায় রাজ্যের বহু এলাকায় বিএলও-রা দেরিতে কাজ শুরু করতে বাধ্য হয়েছেন। বেশ কিছু জায়গায় ইআরও অফিস প্রথম দুই দিন ফর্ম সরবরাহই করতে পারেনি।
Published on: Nov 09, 2025 07:27 PM
Latest Videos
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না

