ITC Hotels, Dividends: বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
Share Market: আজ অ্যানুয়াল জেনারেল মিটিং রয়েছে সান ফার্মা, আইটিসি হোটেলস, বাজাজ ইলেকট্রিক, হিন্দুজা গ্লোবাল ও খইতান কেমিক্যার। আজ বোর্ড মিটিং রয়েছে ইউনাইটেড স্পিরিট, সুন্দরম ফাইন্যান্স ও সিনেভিস্তার।
আজ অ্যানুয়াল জেনারেল মিটিং রয়েছে সান ফার্মা, আইটিসি হোটেলস, বাজাজ ইলেকট্রিক, হিন্দুজা গ্লোবাল ও খইতান কেমিক্যার। আজ বোর্ড মিটিং রয়েছে ইউনাইটেড স্পিরিট, সুন্দরম ফাইন্যান্স ও সিনেভিস্তার।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।