Jagadhatri Puja: এখনই জগদ্ধাত্রী পুজোর কাউন্টডাউন শুরু
দুর্গাপুজো শেষ না হতেই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর কাউন্ট ডাউন শুরু হয়ে যাবে। কালীপুজো, ভাইফোঁটার রেশ কাটিয়ে উঠতে না উঠতেই জগদ্ধাত্রী পুজোর বাদ্যি বেজে যাবে। জগৎ বিখ্যাত চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখার জন্য শুধু চন্দননগর নয় জেলার ও জেলার বাইরে ও দেশ বিদেশ থেকে বহু মানুষ আসবেন এই পুজো দেখতে।
দুর্গাপুজো শেষ না হতেই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর কাউন্ট ডাউন শুরু হয়ে যাবে। কালীপুজো, ভাইফোঁটার রেশ কাটিয়ে উঠতে না উঠতেই জগদ্ধাত্রী পুজোর বাদ্যি বেজে যাবে। জগৎ বিখ্যাত চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখার জন্য শুধু চন্দননগর নয় জেলার ও জেলার বাইরে ও দেশ বিদেশ থেকে বহু মানুষ আসবেন এই পুজো দেখতে।
বছরের এই সময়টা নব কল্লোলে সেজে ওঠে চন্দননগর। করোনা ও লকডাউনে পুজোর জাঁকজমকে কিছুটা ছেদ পড়েছিল, কিন্তু এবার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক।তাই প্রচুর মানুষ সমাগম হবে ঐতিহ্যবাহী চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় । প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পুজোর তৎপরতা। বুধবার বিকেলে চন্দননগরের রানিঘাট, জোড়া ঘাট সহ বেশ কয়েকটি ঘাট পরিদর্শন করলেন হুগলির জেলাশাসক মুক্তা আর্য, চন্দননগর কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, সহ অন্যান্য উচ্চপদস্থ্য আধিকারিকরা।
মেয়র রাম চক্রবর্তী বলেন, জগদ্ধাত্রী পুজোয় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। তাই মানুষের যাতায়াতে যাতে অসুবিধা না হয় সে কারণেই সমস্ত ঘাট গুলিকে দেখা হচ্ছে। কর্পোরেশন থেকেও নো অবজেকশন দেওয়া হচ্ছে। চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো সেটা যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। জগদ্ধাত্রী পুজোয় অনেকেই লঞ্চে করে গঙ্গা পার হয়ে ঠাকুর দেখতে আসেন তাই তাদের কথা মাথায় রেখে কিভাবে তাদের যাতায়াত আরো সুগম করা যায় তার প্রস্তুতি নেওয়া চলছে।।