AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri News: চন্দ্রযানে জলপাইগুড়ির ছক্কা!

Jalpaiguri News: চন্দ্রযানে জলপাইগুড়ির ছক্কা!

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Aug 24, 2023 | 8:39 PM

Share

প্রজেক্ট চন্দ্রযানে কলেজের ৬ কৃতী ছাত্র। খুশিতে হাজার দুয়েক লাড্ডু বিতরণ করলো জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃপক্ষ। চাঁদ ছুঁয়েছে বিক্রম। আর এই সফল উত্তরনের নেপথ্যে যে বিজ্ঞানীরা কাজ করেছেন তাদের মধ্যে রয়েছেন জলপাইগুড়ি গভমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ৬ ছাত্র

সাফল্যের ওভার বাউন্ডারি হাঁকিয়ে দিলো জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। প্রজেক্ট চন্দ্রযানে কলেজের ৬ কৃতী ছাত্র। খুশিতে হাজার দুয়েক লাড্ডু বিতরণ করলো জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃপক্ষ। চাঁদ ছুঁয়েছে বিক্রম। আর এই সফল উত্তরনের নেপথ্যে যে বিজ্ঞানীরা কাজ করেছেন তাদের মধ্যে রয়েছেন জলপাইগুড়ি গভমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ৬ ছাত্র। এরা হলেন কৌশিক নাগ, নিরঞ্জন কুমার, সঞ্জয় দলুই, অমরনাথ নন্দী, সৌমিক সরখেল, মুকুন্দ কুমার ঠাকুর। ছাত্রদের কৃতিত্বে গর্বিত কলেজ। বৃহস্পতিবার বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে সেই সাফল্য সেলিব্রেট করলেন অধ্যক্ষ থেকে অধ্যাপকেরা। কয়েক হাজার লাড্ডু বিতরন হলো জলপাইগুড়ি গভমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে। কলেজের পরিকল্পনা কৃতি ছয় ছাত্র ফিরলে তাঁদের সংবর্ধনায় ভরিয়ে দেওয়া হবে। অপরদিকে ইঞ্জিনিয়ারিং কলেজের ৬ কৃতীর সাফল্যের খবর শহরে ছড়িয়ে পড়তেই শহরে উচ্ছাস ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষকে সংবর্ধনা জানাতে কলেজে ফুল মিষ্টি নিয়ে ছুটে যান লায়ন্স ক্লাব অফ জলপাইগুড়ি জেনেসিস সদস্যরা। কলেজে সেলিব্রেশন শেষ করে বিভাগীয় প্রধানদের নিয়ে জলপাইগুড়ি কৃতি ছাত্র কৌশিক নাগের বাড়িতে ছুটে যান জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল অমিতাভ রায়। সেখানে পৌঁছে তার মা সোনালী নাগকে অভিনন্দন জানান তারা। সোনালী দেবী জানান আজ কলেজের প্রিন্সিপাল এসেছিলেন। খুব ভালো লাগছে। আমি চাই কলেজের সব ছাত্রই যেনো এভাবে এগিয়ে গিয়ে কলেজের মুখ উজ্জ্বল করে। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপাল অমিতাভ রায় বলেন মিশন চন্দ্র যানে আমাদের কলেজের কৌশিক সহ মোট ছয় ছাত্রের সাফল্যে আমরা গর্বিত। আমরা বর্তমান ছাত্রদের তাদের সাফল্যের কথা জানাতে শুরু করেছি। এই সাফল্য বর্তমান ছাত্রদের অনুপ্রানিত করবে।