রাতের অন্ধকারে নওগাম থানায় বিস্ফোরণ, কী চলছিল থানার ভিতর?

|

Nov 15, 2025 | 2:29 PM

J&K Blast: ফরিদাবাদ থেকে উদ্ধার হওয়া ৩৬০ কেজি বিস্ফোরক বাজেয়াপ্ত করে আনা হয়েছিল জম্মু-কাশ্মীরের নওগাম পুলিশ স্টেশনে। ওই বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ৩০০ মিটার দূরে ছিটকে যায় দেহাংশ। বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ২৯ জন।

দিল্লির পর এবার জম্মু-কাশ্মীরে বিস্ফোরণ। সেই অ্যামোনিয়াম নাইট্রেট থেকেই বিস্ফোরণ হল। তবে এবার নাশকতা নয়, ফরিদাবাদ থেকে উদ্ধার হওয়া ৩৬০ কেজি বিস্ফোরক বাজেয়াপ্ত করে আনা হয়েছিল জম্মু-কাশ্মীরের নওগাম পুলিশ স্টেশনে। শুক্রবার (১৪ নভেম্বর) রাতে ফরেন্সিক পরীক্ষার সময়ই আচমকা বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ৩০০ মিটার দূরে ছিটকে যায় দেহাংশ। বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ২৯ জন। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে এই বিস্ফোরণের পিছনে নাশকতার হাত নেই। দুর্ঘটনাবশতই বিস্ফোরণ হয়েছে।