Karam Parab: এবার করম পরবেও চাই পূর্ণদিবস ছুটি, জেলায় জেলায় অবরুদ্ধ রাস্তা
Jhargram News: কুড়মিদের কাছে সবচেয়ে বড় উৎসব হল করম পরব, এই উৎসবে আংশিক ছুটি কেন? রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে কুড়মিরা।
ঝাড়গ্রাম: পশ্চিমবঙ্গের জঙ্গলমহল অধ্যুষিত এলাকায় মূলত বাস কুড়মি সম্প্রদায়ের। আর এবার ছুটির দাবিতে সোচ্চার হল এই সম্প্রদায়ের মানুষরা। কুড়মিদের কাছে সবচেয়ে বড় উৎসব হল করম পরব, আর এই উৎসবে আংশিক ছুটি কেন? রাজ্যের এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় সম্পূর্ণ দিবস ছুটির দাবিতে পথে প্রতিবাদে কুড়মিরা।
প্রতিবাদীরা জানিয়েছেন যে, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে পথ অবরোধ। ইতিমধ্যেই অবরোধের জেরে সমস্যায় নিত্যযাত্রীরা। রাস্তায় অবরুদ্ধ যান-চলাচল। ঝাড়গ্রামের সারদাপীঠ মোড়ে রাজ্য সড়ক বাঁশ দিয়ে ঘিরে চলে বিক্ষোভ। দাবি না মানলে অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। কুড়মি সম্প্রদায়ের তরফে এক প্রতিবাদকারী সাফ জানান, “করমে পূর্ণাঙ্গ ছুটি চাই, আমাদের দাবি এই একটাই।”
Published on: Sep 03, 2022 11:41 AM
Latest Videos