Jisshu Sengupta And Nilanjanaa: যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনের খবরে এখন তোলপাড় টলিউড

| Edited By: আসাদ মল্লিক

Jul 25, 2024 | 11:37 PM

Jisshu Sengupta And Nilanjanaa: যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনের খবরে এখন তোলপাড় টলিউড। এরই মধ্যে মেয়ে সারা নিলেন বড় সিদ্ধান্ত। ইনস্টাগ্রামে আনফলো করলেন বাবা যিশুকে। মায়ের পাশে আছেন, এই বার্তা দিতেই সিদ্ধান্ত তাঁর?

কার ফ্যান ছিলেন শাহরুখের মা?
মা লাতিফ ফাতিমা খানের একটি গোপন কথা জানিয়েছিলেন শাহরুখ খান। এক অভিনেতাকে মনে-মনে পছন্দ করতেন ফাতিমা। তিনি ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাবা অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। শাহরুখ জানিয়েছিলেন, তাঁর মা চাইতেন শাহরুখ যেন বিশ্বজিতের মতো হন। পুরনো ক্লিপ ভাইরাল নেটপাড়ায়।

বিবাহিত পুরুষের প্রেমে সাই?
ব্যক্তিগত জীবন নিয়ে তেমন কিছুই বলতে চান না দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সাই পল্লবী। এখন শোনা যাচ্ছে, এক বিবাহিত পুরুষের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন সুন্দরী অভিনেত্রী। তিনি নাকি দক্ষিণী ছবিরই হিরো। তবে সব জল্পনাকে ফুৎকারে উড়িয়েছেন সাই।

ফোঁস করলেন ঋত্বিক
সম্প্রতি মহানায়ক উত্তমকুমার পুরস্কারে সম্মানিত হয়েছেন একঝাঁক বাঙালি তারকা। তা দেখে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী সোশাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, “এক ব্যক্তিকে বাজারের চায়ের দোকানে বলতে শুনলাম–মহানয়ক একটা প্রাইজ়, কিন্তু মহানায়ক উত্তমকুমার একটা মেট্রো স্টেশন এবং উত্তমকুমার বাংলার একটা বেস্ট হিরো।” তখনই পান দোকানের রেডিয়োতে গান কানে এল–‘তেরা ধেয়ান কিধর হ্যায়, তেরা হিরো ইধর হ্যায় …।”

কবে সিংঘম এগেন?

দীপাবলির সময়ই মুক্তি পেতে চলেছে রোহিত শেট্টি পরিচালিত সিংঘম এগেন। এমনটাই আভাস দিলেন খোদ পরিচালক। প্রথমে এই ছবিটি ১৫ অগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু জানা গেল, না তখন আসছে না এই ছবিটি। বরং দীপাবলির সময়ই মুক্তি পাবে। ওই একই সময় মুক্তি পেতে চলেছে ভুল ভুলাইয়া ৩।

স্ত্রীর জন্মদিনে জিৎ

স্ত্রীর জন্মদিনে আবেগঘন পোস্ট অভিনেতা জিৎ মদনানির। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে লিখলেন, ‘সঙ্গী হিসেবে তোমার সঙ্গে ভালবাসা খুঁজতে এবং সেটাকে এই গোটা প্রসেসে খুঁজে পেতে ভীষণ ভালো লাগে। তোমার খুশি আমার জীবনে প্রাণ নিয়ে আসে যেন। শুভ জন্মদিন মোহনা।’

বিপাকে কঙ্গনা
চলতি বছর লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে হিমাচল প্রদেশের মান্ডি থেকে লড়াই করেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। জয়যুক্ত হন বিপুল ভোটে, সম্প্রতি কঙ্গনা রানাওয়াতের এই জয়কে চ্যালেঞ্জ করে হিমাচলের হাইকোর্টে মামলা দায়ের করা হল। আর তারপরই হাইকোর্টের তরফে অভিনেত্রীকে নোটিশ পাঠানো হয়েছে।

কী সিদ্ধান্ত সারার?
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনের খবরে এখন তোলপাড় টলিউড। এরই মধ্যে মেয়ে সারা নিলেন বড় সিদ্ধান্ত। ইনস্টাগ্রামে আনফলো করলেন বাবা যিশুকে। মায়ের পাশে আছেন, এই বার্তা দিতেই সিদ্ধান্ত তাঁর?

নতুন চরিত্রে রণজয়
গত এক মাস ধরে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা অব্যাহত। গুঞ্জন এবং বিতর্কের মাঝেই রণজয় অভিনীত একটি হিন্দি ছবির প্রিমিয়ার হচ্ছে শহরে। সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিংহ যাদবের বায়োপিকে (‘ম্যায় মুলায়ম সিংহ যাদব’) অভিনয় করেছেন রণজয়।

বোমা ফাটালেন ঋষি
টলিপাড়ায় হচ্ছেটা কী? চতুর্দিকে বিচ্ছেদের গুঞ্জ। কখনও যিশু নীলাঞ্জনা আবার কখনও বা অর্জুন-সৃজা– আলোচনার শেষ নেই। এ সবের মধ্যেই রটেছে ঋষি কৌশিক ও স্ত্রী দেবযানীর মধ্যেও নাকি অশান্তির কালো মেঘ। এ নিয়ে প্রশ্ন করলে ঋষি এড়িয়ে যাচ্ছেন। ওদিকে বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে হঠাৎই এক বোমা ফাটিয়েছেন। মুখ খুলেছেন সাংসারিক অশান্তি নিয়ে।