Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Venkatesh Iyer, IPL 2025, KKR vs RCB: উত্থান-পতনের সফর, কেকেআর স্বপ্নে মাখামাখি ভেঙ্কটেশ আইয়ার

Venkatesh Iyer, IPL 2025, KKR vs RCB: উত্থান-পতনের সফর, কেকেআর স্বপ্নে মাখামাখি ভেঙ্কটেশ আইয়ার

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Mar 22, 2025 | 8:48 PM

Venkatesh Iyer: কলকাতা, ক্রিকেট আর ভেঙ্কটেশের সম্পর্ক খুব গভীর। নাইট শিবিরের গুরুত্বপূর্ণ সদস্য। এই ভেঙ্কটেশ মনে করেন, নাইট সংসারে থাকা মানে কলকাতার হৃদয়ে ঢুকে পড়া।

প্রাইস ট্যাগ ভুলে যাও, চালিয়ে খেলো— আইপিএলে খুব চালু কথা! কেকেআরের সুপারস্টার ভেঙ্কটেশ আইয়ারের এতেই মজেছে মন। নতুন দায়িত্ব কাঁধে। নাইটদের সবচেয়ে দামি প্লেয়ার। ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা দাম। ভেঙ্কিকে মেটাতে হবে প্রত্যাশা এবার। রাহানে কলকাতার অধিনায়ক। তাঁর ডেপুটি ভেঙ্কটেশ। মরসুম শুরুর আগে রাহানের ডেপুটির মুখে কলকাতা প্রেম। ইডেনের স্পেশাল এফেক্ট। আর চাপ সামলানোর কথা।

কলকাতা, ক্রিকেট আর ভেঙ্কটেশের সম্পর্ক খুব গভীর। নাইট শিবিরের গুরুত্বপূর্ণ সদস্য। এই ভেঙ্কটেশ মনে করেন, নাইট সংসারে থাকা মানে কলকাতার হৃদয়ে ঢুকে পড়া। ভক্তদের আবেগ, উচ্ছ্বাস ও দলের ইতিহাস, সবই ছুঁয়ে যায় ভেঙ্কিকে। ২০২১ সাল থেকে খেলছেন নাইট জার্সিতে। এ বছরও তাঁর ব্যাটে রানের ফোয়ারা দেখার অপেক্ষায় ভক্তরা।