Kangana Ranaut in Emergency: রামলালার প্রাণপ্রতিষ্ঠার পরই সুখবর দিলেন কঙ্গনা

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

Jan 23, 2024 | 11:21 PM

অযোধ্যায় রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষ্যে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সেখান থেকে ফিরতেই দিলেন সুখবর। বহু প্রতীক্ষিত ছবি 'ইমার্জেন্সি' নিয়ে চর্চা তুঙ্গে। ২০২৩-এ নির্ধারিত সময়ে মুক্তি পায়নি কঙ্গনা পরিচালিত দ্বিতীয় ছবি। এবার সেই ছবির মুক্তির দিন সামনে আনলেন তিনি। ২০২৪ সালের ২৪ জুন মুক্তি পেতে চলেছে ইন্দিরা গান্ধীর জীবনী-নির্ভর ছবি 'ইমার্জেন্সি'।

সুখবর দিলেন কঙ্গনা
অযোধ্যায় রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষ্যে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সেখান থেকে ফিরতেই দিলেন সুখবর। বহু প্রতীক্ষিত ছবি ‘ইমার্জেন্সি’ নিয়ে চর্চা তুঙ্গে। ২০২৩-এ নির্ধারিত সময়ে মুক্তি পায়নি কঙ্গনা পরিচালিত দ্বিতীয় ছবি। এবার সেই ছবির মুক্তির দিন সামনে আনলেন তিনি। ২০২৪ সালের ২৪ জুন মুক্তি পেতে চলেছে ইন্দিরা গান্ধীর জীবনী-নির্ভর ছবি ‘ইমার্জেন্সি’।

এ কী করলেন জ্যাকি?
বিবেক ওবেরয় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন। যেখানে দেখা যায়, জ্যাকি শ্রফের সঙ্গে অযোধ্যার রামমন্দিরে দেখা হয় তাঁর। সেখানে জ্যাকি এবং বিবেক দু’জনেই একে-অপরকে ‘প্রিয় মানুষ’ বলে সম্বোধন করছেন। ভিডিয়োয় বিবেক জ্যাকির পায়ের দিকে দেখিয়ে বলেন, “উনি জুতো পরেননি। বলেছেন, ভগবান রামের ভূমিতে এলাম। এখানে জুতোর কোনও প্রয়োজন নেই।”

সত্যমের বিয়ে
বিয়ের পিঁড়িতে ‘বল্লভপুরের রূপকথা’র রাজপুত্র সত্যম ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন বিয়ের ছবি। তাঁর দীর্ঘদিনের বান্ধবী শাশ্বতী সিনহার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন অভিনেতা। সকলেই শুভেচ্ছায় ভরিয়ে দিলেন টলিপাড়ার অভিনেতাকে।

বাংলাদেশে গিয়ে কী করলেন ঋষি
টলিপাড়ার সিরিয়াল জগতে অনেকদিন থেকেই দাপটের সঙ্গে নায়কের চরিত্রে অভিনয় করছেন ঋষি কৌশিক। অসমীয়া এই নায়ক বাংলাটাও বলা শিখেছিলেন পশ্চিমবঙ্গে এসে। তিনি বাংলাদেশের নাটকে কাজ করতে শুরু করেছেন। এবং সেখানে গিয়ে বিশেষভাবে বলা ঢাকাইয়া বাংলা আয়ত্ত করতে হয়েছে তাঁকে। ঋষি বলেছেন, “বিখষয়টা খুবই চ্যালেঞ্জিং।”

তনুশ্রীর রামভক্তি
২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে শ্যামপুর কেন্দ্র থেকে লড়েছিলেন তনুশ্রী চক্রবর্তী। ভোটে হেরে তিনি বিজেপি ছেড়েওছিলেন। কিন্তু তারপরও তাঁকে অযোধ্যায় রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠার দিন একটি মন্দিরে গিয়ে পুজো দিতে দেখা যায়। ছবি পোস্ট করেছেন তনুশ্রী; ক্যাপশনে লিখেছেন, “শ্রীরামচন্দ্রের দেখানো পথ ধরেই যেন আমরা হাঁটতে পারি…।” এই নিয়ে সমালোচিতও হয়েছেন তনুশ্রী। অনেকেই বলেছেন, সামনে লোকসভা নির্বাচন। তার আগেই তনুশ্রীর মুখে জয় ‘শ্রীরাম’ ধ্বনি নেহাতই ভক্তি নাকি অন্য কিছু…

শাহরুখের শর্ত
রোম্যান্টিক দৃশ্যের বাদশাহ হয়েও কোনও নায়িকাকে লিপ লক করতে খুব বেশি দেখা যায়নি শাহরুখকে। তিনি শর্ত দেন নায়িকার ঠোঁট চুমু না খাওয়ার। কিন্তু কেন? শাহরুখ জানিয়েছেন, “এতে নাকি তাঁর খুব অস্বস্তি হয়। কেন না, ঘরে একাধিক লোক থাকে…”

কটাক্ষের মুখে সুদীপা
মায়ের পারলৌকিক কাজ। নিজের ইনস্টা-স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন সুদীপা চট্টোপাধ্যায়। মায়ের ছবির সামনে বিষণ্ণ বদনে বসে আছেন তিনি। চোখে মুখে ক্লান্তি ও মন খারাপের ছাপ স্পষ্ট। ভিডিয়োয় দেখা যাচ্ছে, ক্যামেরাকে সেলফি মোডে রেখে মা ও তাঁর ছবি শেয়ার করছেন সুদীপা। তাতেই সমালোচিত হয়েছেন তিনি। এক নেটিজ়েন লিখেছেন, “মন খারাপও আজকাল ছবি দিয়ে বোঝাতে হচ্ছে?”

করিনার লুকোচুরি
সোমবার মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে হাঁটুর অস্ত্রোপচার হয় সইফ আলি খানের। সারাটাক্ষণ তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী তথা অভিনেত্রী করিনা কাপুর খান। কিন্তু ক্যামেরা দেখেই তিনি মুখ লুকিয়েছেন। কিন্তু কেন এই লুকোচুরি? যদিও সইফ মুখ খুলে বলেছেন, “এত ভাল-ভাল মানুষ আমার সার্জারি করেছেন, সেই কারণে ধন্যবাদ। সবাইকে এত ভালবাসার জন্যও অনেক-অনেক শুভেচ্ছা।”

সম্পর্কে এক ধাপ এগোলেন শোভন-সোহিনী
গত বছর নভেম্বরে ফেসবুকে অভিনেত্রী সোহিনী সরকারকে জড়িয়ে একটি ছবি দিয়েছিলেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। ক্যাপশনে লিখেছিলেন, “শেষ সবকিছু তোমার জন্য তোলা থাকল।” এবার তাঁর ফেরিভায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সোহিনীর সঙ্গে ছবি পোস্ট করেছেন শোভন। তাতেই যেন পরিষ্কার হয়ে যাচ্ছে অনেক কিছু।

Sandy Saha: তাইল্যান্ডে হলুদ রঙের ম্যাক্সিতে সমুদ্রতীরে স্যান্ডি সাহা
Sandy Saha: তাইল্যান্ডে হলুদ রঙের ম্যাক্সিতে সমুদ্রতীরে স্যান্ডি সাহা