সুপ্রিম কোর্টে মেনেই নিলেন মমতার আইনজীবী সিব্বল

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 15, 2026 | 8:09 PM

আদালতে জানানো হয়, সেদিন এজলাসে এত বেশি হট্টগোল হয়েছিল, এত ভিড় ছিল যে শুনানি করা সম্ভব হয়নি। এই পরিস্থিতির কথা শুনেই উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি বলেছেন, “হাইকোর্ট কি যন্তর মন্তর?” সেই হট্টগোলের কথা স্বীকার করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ছিল আইপ্যাক তল্লাশি সংক্রান্ত মামলার শুনানি। সেখানেই উঠে আসে হাইকোর্টের প্রসঙ্গে। আদালতে জানানো হয়, সেদিন এজলাসে এত বেশি হট্টগোল হয়েছিল, এত ভিড় ছিল যে শুনানি করা সম্ভব হয়নি। এই পরিস্থিতির কথা শুনেই উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি বলেছেন, “হাইকোর্ট কি যন্তর মন্তর?” সেই হট্টগোলের কথা স্বীকার করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল।

গত ৯ জানুয়ারি এজলাসের ভিড়ের কারণে মামলা ছেড়ে চলে যেতে হয়েছিল বিচারপতি শুভ্রা ঘোষকে। সেই পরিস্থিতির কথা শুনে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বলেন, “হাইকোর্টে যা হয়েছে, তাতে আমরা খুবই উদ্বিগ্ন” (We are very disturbed on what happened in High court)।

Published on: Jan 15, 2026 08:09 PM