Kasba Case: কসবাকাণ্ড: ঠিক কোন কথায় আদর্শের সঙ্গে কথা কাটাকাটি কোমলের?
Kasba Case: আরও বেশ কিছু বন্ধু ওই পার্টিতে যোগ দেওয়ার কথা থাকলেও আদর্শের এক ঘনিষ্ঠ বন্ধু শেষ পর্যন্ত আসেনি। মদ্যপানের করে কথা-কাটাকাটির মধ্যে তিনজন একে-অপরের মধ্যে মারধরের শুরু হয় বলে বলে অভিযুক্তরা পুলিশকে জানিয়েছে। যদিও ঠিক কোন কথায় বচসা, তা এখনও পুলিশ জানতে পারেনি।
কলকাতা: কসবায় হোটেল থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বিবস্ত্র দেহ উদ্ধার! ঘটনায় সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। কেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নগ্ন ছিলেন, কেন তাঁর পা দুটো বাঁধা ছিল? তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। জেরায় পুলিশ জানতে পেরেছে, শুক্রবার রাতে পার্টি করার পরিকল্পনা ছিল ধ্রুত, কোমল ও আদর্শের। আরও বেশ কিছু বন্ধু ওই পার্টিতে যোগ দেওয়ার কথা থাকলেও আদর্শের এক ঘনিষ্ঠ বন্ধু শেষ পর্যন্ত আসেনি। মদ্যপানের করে কথা-কাটাকাটির মধ্যে তিনজন একে-অপরের মধ্যে মারধরের শুরু হয় বলে বলে অভিযুক্তরা পুলিশকে জানিয়েছে। যদিও ঠিক কোন কথায় বচসা, তা এখনও পুলিশ জানতে পারেনি।
Latest Videos
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না

