Stock Market: বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
Maruti Suzuki: তৃতীয় ত্রৈমাসিকে কিছুটা বেড়েছে মারুতি সুজুকির রেভেনিউ। একসঙ্গে এই ত্রৈমাসিকে বেড়েছে সংস্থার প্রফিটও।
লার্জ ক্যাপ সেক্টরের বেশির ভাগ শেয়ারই এখন সঠিক দামেই পাওয়া যাচ্ছে। আর তারপরই বেশ কয়েকটি শেয়ারের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখার কথা বলছেন বাজার বিশেষজ্ঞরা।
তৃতীয় ত্রৈমাসিকে কিছুটা বেড়েছে মারুতি সুজুকির রেভেনিউ। একসঙ্গে এই ত্রৈমাসিকে বেড়েছে সংস্থার প্রফিটও। আর তারপরই শেয়ার বাজারের ৪০ জন বিশেষজ্ঞের মধ্যে ২৮ জন মারুতি সুজুকিকে গ্রিন ফ্ল্যাগ দিচ্ছেন। ৫০ শতাংশের বেশি বেড়েছে বাজাজ অটোর প্রফিটের অঙ্ক। আর তারপরই ৪৩ বিশেষজ্ঞের মধ্যে ২২ জন বাজাজ অটোকে গ্রিন ফ্ল্যাগ দিয়েছেন।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।