খাগরাগড়কাণ্ডে কওসরের ২৯ বছরের জেল
খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের সাজা ঘোষণা।
খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের সাজা ঘোষণা। মূল অভিযুক্ত কওসরের ২৯ বছরের জেল। বুধবার সাজা ঘোষণা করল এনআইএ আদালত। রাষ্ট্রদ্রোহিতা-সহ একাধিক মামলায় সাজা ঘোষণা করে এনআইএ বিশেষ আদালত। এই নিয়ে এই বিস্ফোরণকাণ্ডে মোট ৩১ জনের সাজা ঘোষণা হল।
