Khanakul Flood: বন্যায় ভাসছে খানাকুল, পুলিশ দিল নৌকা

| Edited By: সোমনাথ মিত্র

Jul 18, 2025 | 4:23 PM

খানাকুলে ফের জলজট। হাঁটু সমান জল পেরিয়ে বাজার-দোকান যেতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। কেউ ঠেলেঠুলে হাঁটছেন, তো কেউ কাজে বেরোচ্ছেন নৌকা চড়ে। প্রতিবছর বর্ষা এলেই খানাকুলে একই ছবি। স্থানীয়দের অভিযোগ, সামান্য প্রয়োজনে এখন নৌকা ভাড়া করে যেতে হচ্ছে, আর সেই ভাড়াও যেন রীতিমতো আকাশছোঁয়া। তবে হুগলি জেলার গ্রামীণ পুলিশের তরফে কিছুটা স্বস্তির খবরও আছে। তাঁরা জরুরি […]

খানাকুলে ফের জলজট। হাঁটু সমান জল পেরিয়ে বাজার-দোকান যেতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। কেউ ঠেলেঠুলে হাঁটছেন, তো কেউ কাজে বেরোচ্ছেন নৌকা চড়ে।

প্রতিবছর বর্ষা এলেই খানাকুলে একই ছবি। স্থানীয়দের অভিযোগ, সামান্য প্রয়োজনে এখন নৌকা ভাড়া করে যেতে হচ্ছে, আর সেই ভাড়াও যেন রীতিমতো আকাশছোঁয়া।

তবে হুগলি জেলার গ্রামীণ পুলিশের তরফে কিছুটা স্বস্তির খবরও আছে। তাঁরা জরুরি চলাচলের জন্য নৌকার ব্যবস্থা করেছে বলে জানা গেছে।

তবু প্রশ্ন একটাই—প্রতিবারই যদি এই সমস্যায় পড়তে হয়, তবে স্থায়ী সমাধানের দিশা কবে?

দেখুন ভিডিয়ো