Hindu Marriage Act: কীভাবে স্বামী পাবেন খোরপোশ?

Hindu Marriage Act: কীভাবে স্বামী পাবেন খোরপোশ?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 28, 2023 | 9:11 PM

সম্প্রতি মুম্বাইয়ের এক স্ত্রী বিবাহ বিচ্ছেদে তাঁর স্বামীকে ১০ কোটি টাকা হরণ পোষণ দিয়েছেন। বিবাহবিচ্ছেদে স্ত্রীর ভরণপোষণের খরচ দিতে হয় স্বামীকে। হিন্দু বিবাহ আইন আইনের ৯ নম্বর ধারায় বৈবাহিক সম্পর্কের বিষয়ে বলা আছে।

সম্প্রতি মুম্বাইয়ের এক স্ত্রী বিবাহ বিচ্ছেদে তাঁর স্বামীকে ১০ কোটি টাকা হরণ পোষণ দিয়েছেন। বিবাহবিচ্ছেদে স্ত্রীর ভরণপোষণের খরচ দিতে হয় স্বামীকে। হিন্দু বিবাহ আইন আইনের ৯ নম্বর ধারায় বৈবাহিক সম্পর্কের বিষয়ে বলা আছে। ওই ধারায় রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটসে বলা হচ্ছে। কোনও কারণ ছাড়া স্বামী ও স্ত্রী আলাদা থাকলে তাদের মধ্যে যে কেউ কোর্টে যেতে পারেন।

আদালত দুজনকে একসঙ্গে থাকার নির্দেশ দেয়। সেই নির্দেশ অমান্য করলে বিচ্ছেদের দাবি করা যায়। মিউচুয়াল ডিভোর্স বা পারস্পরিক সম্মতিতে বিবাহ বিচ্ছেদে স্ত্রী খোরপোষ আদায় করতে পারেন না। হিন্দু ম্যারেজ অ্যাক্টের ২৫ নম্বর ধারায় স্বামীর ক্ষতিপূরণ পাবার অধিকারও আছে।

সম্পর্ক শেষ করার সময় যদি স্বামীর কোন উপার্জন না থাকে তাহলে তিনি ভরণপোষণ পেতে পারেন। স্ত্রীর আয়ের তুলনায় স্বামীর আয় যদি। অনেকটাই কম হয় তাহলে স্বামী ভরণপোষণ দাবি করতে পারেন।