IPL 2025, KKR vs RCB: ইডেনে কিংডম, নাইট-শোতে কাঁটা বিরাট-বৃষ্টি
Eden Gardens: পরিকাঠামোর নিরিখে ইডেন গার্ডেন্স গোটা দেশের মধ্যে অন্যতম সেরা। ফলে হাল্কা বৃষ্টি হলে ম্যাচ হবে না, এমন জিনিস এই মাঠে খাটবে না।
অবশেষে সাবালক হয়েছে আইপিএল। আর সেই ১৮তম আইপিএলের প্রথম ম্যাচই কলকাতায়। একসঙ্গে রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। তবে ইতিহাস বলছে, ইডেন গার্ডেন্স খুব কম সময়েই দর্শকদের নিরাশ করেছে। পরিকাঠামোর নিরিখে ইডেন গার্ডেন্স গোটা দেশের মধ্যে অন্যতম সেরা। ফলে হাল্কা বৃষ্টি হলে ম্যাচ হবে না, এমন জিনিস এই মাঠে খাটবে না।
অনেক দিন পর কোনও স্পোর্টিং ইভেন্টের উদ্বোধন হতে চলেছে কলকাতায়। ফলে তার একটা আলাদা উন্মাদনা রয়েছে এখন। আর টিকিট? সেই হাহাকার তো ম্যাচ শুরুর অনেক আগে থেকেই রয়েছে কলকাতায়। মরিয়া হয়ে লোকজন এই ম্যাচের টিকিট খুঁজে চলেছে। আর এদিকে গতরাতে শহরে হাজির কিং খান। ফলে ম্যাচ শুরুর আগেই উত্তেজনায় ভুগছে কলকাতা।