Koushani Mukherjee Viral Speech : বিতর্কিত মন্তব্যে কৌশানির সাফাই কী?

সৌরভ পাল

|

Updated on: Apr 03, 2021 | 1:32 PM

'বাড়িতে মা, বোন আছে। ভোটটা দেখে দিবি', কৌশানির এই বক্তব্যেই সরগরম রাজ্য রাজনীতি।

প্রচ্ছন্ন হুমকি? কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে প্রচারে বেরিয়ে বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে তৃণমূলের তারকা প্রার্থী কৌশানি মুখোপাধ্যায় (Koushani Mukherjee)। ‘বাড়িতে মা, বোন আছে। ভোটটা দেখে দিবি’, কৌশানির এই বক্তব্যেই সরগরম রাজ্য রাজনীতি। বিরোধীরা সরব হতেই নিজের সাফাই গেয়ে কৌশানি বলেন, বিজেপি শাসিত রাজ্যে নারীদের নিরাপত্তা নেই। সেই প্রসঙ্গ টেনেই তিনি এই মন্তব্য করেছেন। কৌশানির আরও অভিযোগ, তাঁর এই বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাইরাল করা হচ্ছে।

 

[embedyt] [/embedyt]