TMC নেতার স্ত্রী BLO! যুক্তি শুনলে অবাক হবেন…
SIR: দক্ষিণ ২৪ পরগনার কুলপি বিধানসভার বেলপুকুর গ্রাম পঞ্চায়েতের খেটেরপোতা ২১৯ নম্বর বুথে অভিযোগ, ওই বুথের বিএলও হলেন বীণাপানি তেলি। তিনি তৃণমূল পঞ্চায়েত সদস্য শ্রীমন্ত তেলির স্ত্রী। বিরোধী সিপিএম ও বিজেপি এই নিয়ে কুলপির বিডিওর কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
বিএলও (BLO) হলেন তৃণমূল নেতার স্ত্রী! দক্ষিণ ২৪ পরগনার কুলপি বিধানসভার বেলপুকুর গ্রাম পঞ্চায়েতের খেটেরপোতা ২১৯ নম্বর বুথে অভিযোগ, ওই বুথের বিএলও হলেন বীণাপানি তেলি। তিনি তৃণমূল পঞ্চায়েত সদস্য শ্রীমন্ত তেলির স্ত্রী। বিরোধী সিপিএম ও বিজেপি এই নিয়ে কুলপির বিডিওর কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগ হওয়ার পর আজ বেলা পর্যন্ত ওই বুথে এসআইআর ফর্ম বিলি শুরু হয়নি।
এ প্রসঙ্গে শ্রীমন্ত তেলি ও তাঁর স্ত্রী বীণাপানি তেলি বলেন, “এতে কোনও সমস্যা হবে না। কেউ বিএলও হতে রাজি ছিলেন না, তাই দায়িত্ব নিতে হয়েছে।” বিরোধীদের সঙ্গে নিয়ে সঠিকভাবে ভোটার তালিকা প্রস্তুত করতে চান বলেই জানান। জেলা নির্বাচন দফতর সূত্রে খবর, অভিযোগের সত্যতা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
