IPAC: ‘দাদা’ লেখা, কার চ্যাটের স্ক্রিনশট শেয়ার করে বসলেন কুণাল ঘোষ
IPAC: ‘দাদা’ সম্বোধন করে কেউ কাউকে জানাচ্ছেন যে, ‘১৩ জন ইডি অফিসার কলকাতা যাচ্ছেন। গুলশন রাই নামে এক সাইবার এক্সপার্টও যাচ্ছেন। সিজিও কমপ্লেক্সে একটি জরুরি বৈঠক আছে।’ শেষে লেখা, ‘এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব সকেত কুমারের সঙ্গে কথা হয়েছে।’ ওই পোস্টেই আইপ্যাকে ইডি তল্লাশি নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। তাঁর দাবি, দাদা বলে কি কোনও রাজনৈতিক ব্যক্তিকে সম্বোধন করা হল?
সোশ্যাল মিডিয়ায় একটি কথোপকথনের স্ক্রিনশট পোস্ট করেছেন কুণাল ঘোষ। সেখানে ‘দাদা’ সম্বোধন করে কেউ কাউকে জানাচ্ছেন যে, ‘১৩ জন ইডি অফিসার কলকাতা যাচ্ছেন। গুলশন রাই নামে এক সাইবার এক্সপার্টও যাচ্ছেন। সিজিও কমপ্লেক্সে একটি জরুরি বৈঠক আছে।’ শেষে লেখা, ‘এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব সকেত কুমারের সঙ্গে কথা হয়েছে।’
ওই পোস্টেই আইপ্যাকে ইডি তল্লাশি নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। তাঁর দাবি, দাদা বলে কি কোনও রাজনৈতিক ব্যক্তিকে সম্বোধন করা হল? কে কাকে তল্লাশির বিষয়টি জানাল, প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ।
Latest Videos
'দাদা' লেখা, কার চ্যাটের স্ক্রিনশট শেয়ার করে বসলেন কুণাল ঘোষ
'অতিরঞ্জিত অভিযোগ', মুখ্যমন্ত্রীর চিঠির পরই CEC-কে লিখলেন শুভেন্দু
চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত এক, পরিবার বলছে...
Aadhaar Card আপডেট করেননি? এবার কী হবে, জানেন?

