Loading video

Spiritual: ভুলেও এই জিনিস খালি করে রাখবেন না

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jul 15, 2023 | 6:19 PM

বাস্তুমতে,কিছু জিনিস বাড়িতে খালি রাখা ভাল নয়। এগুলো খালি রাখা অশুভ। চাল ও ডালের পাত্র কখনও খালি রাখবেন না। চাল ও ডালের পাত্র খালি রাখলে বাড়িতে অশুভ শক্তি বাড়ে। পাত্র খালি হওয়ার আগে সব সময় কিছু চাল ও ডাল ভরে রাখুন।

বাস্তুমতে,কিছু জিনিস বাড়িতে খালি রাখা ভাল নয়। এগুলো খালি রাখা অশুভ। চাল ও ডালের পাত্র কখনও খালি রাখবেন না। চাল ও ডালের পাত্র খালি রাখলে বাড়িতে অশুভ শক্তি বাড়ে। পাত্র খালি হওয়ার আগে সব সময় কিছু চাল ও ডাল ভরে রাখুন। বাস্তু মতে, খালি বালতি বাথরুমে রাখা উচিত না। বালতি খালি রাখলে নেগেটিভ এনার্জি জড়ো হয় বাড়িতে। তাই বালতিতে সব সময় জল রাখুন । ভাঙা বা কালো রঙের বালতি বাড়িতে রাখবেন না। নীল রঙের বালতি বাড়িতে রাখা শুভ। ঠাকুর ঘরে জলের পাত্র ফাঁকা রাখবেন না। ফাঁকা রাখলে বাড়িতে অশুভ শক্তির প্রভাব পড়ে। সব সময় পুজোর পর সেই পাত্রে তুলসী পাতা ও গঙ্গাজল রাখুন। আলমারির লকার কখনও ফাঁকা রাখবেন না। লকারে সব সময় কিছু টাকা রাখা ভাল। পরিবারের প্রবীণদের অপমান করলে,অশুভ শক্তির প্রভাব পড়ে।