LIC WhatsApp Service: হোয়াটসঅ্যাপেই এবার এলআইসি পরিষেবা

পলিসি হোল্ডারদের এলআইসি ১১টির মতো পরিষেবা দেয়। এবার অফলাইন বা অনলাইন সেই সব পরিষেবা হোয়াটসঅ্যাপে দিচ্ছে এলআইসি। এলআইসির হোয়াটসঅ্যাপ নম্বর ৮৯৭৬৮৬২০৯০ এ মিলবে সেসব পরিষেবা। ঋণ, প্রিমিয়াম বা পলিসি সংক্রান্ত তথ্য, বোনাস ও অন্য সব ডিটেইলস পাওয়া যাবে হোয়াটসঅ্যাপেই।

LIC WhatsApp Service: হোয়াটসঅ্যাপেই এবার এলআইসি পরিষেবা
| Edited By: | Updated on: Jun 06, 2023 | 2:34 PM

এলআইসি বা ভারতীয় জীবন বিমা সংক্রান্ত কোনও কাজ করতে গেলে এজেন্টের ওপর নির্ভর করতে হয়। এবার সেই নির্ভরতা থেকে কিছুটা মুক্তির পথ দেখাল লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। পলিসি হোল্ডারদের এলআইসি ১১টির মতো পরিষেবা দেয়। এবার অফলাইন বা অনলাইন সেই সব পরিষেবা হোয়াটসঅ্যাপে দিচ্ছে এলআইসি। এলআইসির হোয়াটসঅ্যাপ নম্বর ৮৯৭৬৮৬২০৯০ এ মিলবে সেসব পরিষেবা। ঋণ, প্রিমিয়াম বা পলিসি সংক্রান্ত তথ্য, বোনাস ও অন্য সব ডিটেইলস পাওয়া যাবে হোয়াটসঅ্যাপেই। এর জন্য নিজের ফোনে ৮৯৭৬৮৬২০৯০ নম্বর টি সেভ করুন। এই নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠান ‘হাই’। ১১টি বিকল্প পাওয়া যাবে। যে পরিষেবা চান তা নির্বাচন করে উত্তর হিসেবে সেই নম্বর দিন। হোয়াটসঅ্যাপে এইআইসি ওই পরিষেবা সংক্রান্ত বিশদ বিবরণ জানাবে। এরপর এলআইসির ওয়েবসাইট www.licindia.in এ গিয়ে কাস্টমার পোর্টালে ক্লিক করুন। প্রয়োজনীয় তথ্য ইউজার আইডি ও আপনার সম্পর্কে সব বিবরণ জমা দিন। ইউজার আইডি দিয়ে লগইন করুন পোর্টালে। বেসিক সার্ভিসেস খুলে অ্যাড পলিসিতে ক্লিক করে নিজের পলিসি নথিভুক্ত করুন। পলিসির সব বিবরণ ওয়েব পোর্টালে দিন। হোয়াটসঅ্যাপে ইউলিপ প্ল্যান স্টেটমেন্ট সম্পর্কেও তথ্য যোগ করা যায়।

Follow Us: