জেলেও VIP শতদ্রু? একটা ছবিতেই উঠল অনেক প্রশ্ন

|

Dec 15, 2025 | 1:17 PM

Messi G.O.A.T Tour: কলকাতা সফরে যুবভারতী স্টেডিয়ামে ফুটবলের রাজপুত্র মেসিকে দেখতেই পেলেন না কেউ। মাত্র ২০ মিনিটেই স্টেডিয়াম ছাড়তে হল মেসিকে। যুবভারতীর এই বিশৃঙ্খলার পরই গ্রেফতার করা হয় অনুষ্ঠানের অর্গানাইজার শতদ্রু দত্তকে।

মেসির গোট ট্য়ুরের (G.O.A.T Tour) প্রথম ধাপেই বিশৃঙ্খলা। কলকাতা সফরে যুবভারতী স্টেডিয়ামে ফুটবলের রাজপুত্র মেসিকে দেখতেই পেলেন না কেউ। মাত্র ২০ মিনিটেই স্টেডিয়াম ছাড়তে হল মেসিকে। যুবভারতীর এই বিশৃঙ্খলার পরই গ্রেফতার করা হয় অনুষ্ঠানের অর্গানাইজার শতদ্রু দত্তকে। গতকাল, রবিবার আদালতে পেশ করা হয়। সেখানেই পুলিশ ভ্যান থেকে নামানোর সময় দেখা যায়, শতদ্রুর কোমরে ব্য়াগ। আবার আদালত থেকে বের করার সময় সেই ব্যাগ উধাও। গ্রেফতার হওয়া ব্যক্তির কাছে কোনও ব্যক্তিগত সম্পত্তি থাকে না। তাহলে শতদ্রুর কাছে এই ব্যাগ এল কী করে? প্রশ্ন তুললেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।