AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Messi Kolkata Tour: 'মেসির শোয়ে এই বিশৃঙ্খলা এড়ানো যেত যদি...', বড় কথা বলে দিলেন মেহতাব

Messi Kolkata Tour: ‘মেসির শোয়ে এই বিশৃঙ্খলা এড়ানো যেত যদি…’, বড় কথা বলে দিলেন মেহতাব

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Dec 14, 2025 | 2:36 PM

Share

Lionel Messi in Kolkata: মেসির কলকাতা শোয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা। এতটাই ভিড় হয়ে গিয়েছিল যে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কায় ২০ মিনিটেই মাঠ ছাড়তে হয় মেসিকে। একটা সফল অনুষ্ঠান হওয়ার বদলে তা নিমেষে বিপর্যয়ে পরিণত হল। মেসি বিরক্ত হয়ে মাঠ ছাড়লেন।

মেসির কলকাতা শোয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা। এতটাই ভিড় হয়ে গিয়েছিল যে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কায় ২০ মিনিটেই মাঠ ছাড়তে হয় মেসিকে। এই গোটা বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন বললেন, “যেটা মারাদোনার সময়ে দেখেছিলাম যে সানরুফ ছিল গাড়িতে, মেসির গাড়িতেও সানরুফ ছিল। মেসিকে গাড়ি থেকে না নামিয়ে যদি গাড়ি করে ঘোরানো হত, তাহলে এই অবস্থা হতই না। একটু ভাল পরিকল্পনা করলে, এত বিশৃঙ্খল পরিস্থিতি হত না। এরপর বড় কোনও সেলিব্রেটি এখানে আসতে ১০ বার ভাববে।”