Messi in Kolkata: কোন উদ্দেশ্য নিয়ে এই ব্যবস্থা? বড় প্রশ্ন তুললেন সুজন
Messi in Kolkata: বিরোধীরা তোপ দেগেছেন সরকারের বিরুদ্ধে। এদিকে, সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছে অরূপ বিশ্বাস বলেন, “সরকার ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে। যতক্ষণ তদন্ত চলছে, ততক্ষণ কোনও মন্তব্য করব না।” এ কথা বলেই গাড়িতে উঠে বেরিয়ে যান তিনি।
মেসির অনুষ্ঠানে গিয়ে নেতাদের দেখতে হবে কেন! এমন প্রশ্নই তুলে দিয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তী। তাঁর দাবি, এভাবে নেতাদের দেখতে হয়েছে বলেই ক্ষুব্ধ হয়েছে জনতা। আয়োজকদের নিয়েও বিস্ফোরক অভিযোগ তাঁর। তিনি বলেন, “এর পিছনে তৃণমূলের নেতারা থেকেছে, সরকার থেকেছে।”
দায় পুরোপুরি রাজ্য সরকার তথা রাজ্য প্রশাসনের বলেও মন্তব্য করেছেন সুজন চক্রবর্তী। শুধু সুজন নয়, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও এদিন এই ঘটনার পর মন্ত্রীদের গ্রেফতারির দাবি জানিয়েছেন।
এদিকে, সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অরূপ বিশ্বাস বলেন, “সরকার ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে। যতক্ষণ তদন্ত চলছে, ততক্ষণ কোনও মন্তব্য করব না।” এ কথা বলেই গাড়িতে উঠে বেরিয়ে যান তিনি।
Published on: Dec 14, 2025 12:54 AM

