AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Messi in Kolkata: মাথা হেঁট কলকাতার, যুবভারতীতে লাগল আগুন! ফিরে গেলেন মেসি

Messi in Kolkata: মাথা হেঁট কলকাতার, যুবভারতীতে লাগল আগুন! ফিরে গেলেন মেসি

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Dec 13, 2025 | 11:34 PM

Share

Lionel Messi, Salt Lake Stadium: সেই মাঠ, ২০১১ সালে যে মাঠ থেকে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল আন্দ্রেস মেসির যাত্রা শুরু। আর ১৪ বছর পর সেই মাঠেই ফিরলেন আর্জেন্টাইন মহাতারকা। একটা বৃত্ত সম্পূর্ণ হল বলাই যায়। কিন্তু সেই স্মৃতি তাঁর খুব যে সুখকর হল, এমনটা একেবারেই নয়।

কলকাতায় মেসি ম্যানিয়া। ১৩ ডিসেম্বর রাতে কলকাতায় নামেন ফুটবল ঈশ্বরের বরপুত্র। তারপর সকালে স্পনসরদের অনুষ্ঠান ও ভার্চুয়ালি তাঁর মূর্তির উদ্বোধন। আর তারপরই যুবভারতীর উদ্দেশ্যে রওনা হন আর্জেন্টাইন মহাতারকা। কিন্তু তখনও কি কেউ জানত, মেসির যুবভারতী অধ্যায়ই হতে চলেছে কলকাতার ইতিহাসে অন্যতম কলঙ্কজনক অধ্যায়! আজকের লেটস ডিসকাসে আপনাদের এই বিষয়েই বলব আমি সুপ্রিয়।

হওয়ার কথা ছিল, এলেন, দেখলেন আর জয় করলেন। কিন্তু সেই চিত্রনাট্য মেনে কিছুই যেন হল না। মেসি তখন যুবভারতীর ভিতর। সেই মাঠ, ২০১১ সালে যে মাঠ থেকে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল আন্দ্রেস মেসির যাত্রা শুরু। আর ১৪ বছর পর সেই মাঠেই ফিরলেন আর্জেন্টাইন মহাতারকা। একটা বৃত্ত সম্পূর্ণ হল বলাই যায়। কিন্তু সেই স্মৃতি তাঁর খুব যে সুখকর হল, এমনটা একেবারেই নয়।

যুবভারতীতে মেসিকে সংবর্ধনা দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর তিনি মাঠে এসে পৌঁছানোর আগেই শুরু হয় দর্শকদের মধ্যে বিশৃঙ্খলা। মাঠ থেকে বেরিয়ে যেতে হয় মেসিকে। তারপর হায়দরাবাদের উদ্দেশ্যে উড়ে যান তিনি। এমনকি যে ২০ ক্ষুদের সঙ্গে ফুটবল ক্লিনিক করার কথা ছিল তাঁর, সেই ফুটবল ক্লিনিকও হয়নি। মেট্রোপলিটনের কাছ থেকে ফিরে যায় মুখ্যমন্ত্রীর কনভয়। কিন্তু কী এমন হল যে কলকাতার ফুটবল পাগল দর্শক ক্ষেপে গেল?

গোট ট্যুরের ঘোষণা হওয়ার পর থেকেই দর্শকদের মনে একটা আকুতি ছিল। একবার লিও মেসিকে চোখের দেখা যদি দেখা যায়। আর টিকিট তো ছিল হটকেকের মতো। টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গেই শেষ। কিন্তু এহেন মেসি যখন মাঠে আসেন, তখন তাঁকে ঘিরে ছিল একাধিক ভিআইপি দর্শক। সাধারণ দর্শকদের কথায় ৭০-৮০ জন মানুষ ঘিরে ছিল মেসিকে। ফলে, তাঁকে দেখাই যায়নি ভাল করে। আর তারপরই ক্ষোভের সঞ্চার হয় সাধারণ দর্শকের মনে। জলের বোতল থেকে বাকেট চেয়ার, সবই ছোড়া হয় মাঠে। তারপর ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়ে দর্শক। আগুন লাগিয়ে দেওয়া হয় মাঠের ভিতরে থাকা সোফায়। তারপর বোতলের জল দিয়ে সেই আগুন নেভায় পুলিশ।

এই ঘটনার জন্য মেসি থেকে সাধারণ দর্শক, সকলের কাছেই ক্ষমা চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই একটি তদন্ত কমিটি তৈরির নির্দেশ দেন তিনি। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন কুণাল ঘোষও। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন “অপদার্থ আয়োজক কেন ন্যূনতম পরিকল্পনার ছাপ রাখল না? শুধু টাকা? শুধু ব্যবসা? এই আয়োজক আর কিছু হ্যাংলার জন্য সবাই বঞ্চিত হল।”

ঘটনার পর সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি বলেন, “টিকিট ফেরত দেওয়ার ব্যাপারে উদ্যোক্তারা যদি সঠিক ব্যবস্থা না নেয়, তাহলে আইনি পদক্ষেপ করা হবে। আমরা ইতিমধ্যেই মূল উদ্যোক্তাকে আটক করেছি। এই বিশৃঙ্খলা নিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। কেউ ছাড় পাবে না।”

তবে শেষ পর্যন্ত পুলিশ জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামিম জানিয়েছেন, প্রত্যেকে নিরাপদে বাড়ি পৌঁছে গিয়েছেন। ট্রাফিকের পরিস্থিতিও নিয়ন্ত্রণে এসেছে। আগামীতে কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। আর আপনি নিজর রাখুন টিভি নাইন ডিজিটালে।

Published on: Dec 13, 2025 11:20 PM