Messi in Kolkata: ভাঙল লোহার গেট, ফেন্সিং ভেঙে পিলপিল করে মাঠে ঢুকলেন ক্ষুব্ধ দর্শকরা, তারপরই
ফুঁসে ওঠেন হাজার হাজার টাকা খরচ করে মেসিকে দেখতে আসা সাধারণ মানুষ। ঢুকে পড়েন মাঠের ভিতরে। বোতল ছোড়েন। স্টেডিয়ামের বাকেট সিট ভেঙে সেগুলোকে ছুঁড়তে শুরু করেন সাধারণ দর্শকরা। আর তারপরই স্টেডিয়ামের ফেন্সিং টপকে, গেট ভেঙে মাঠে ঢুকে পড়ে উন্মত্ত জনতা। ভেঙে ফেলা হয় গোলপোস্ট।
সকাল থেকেই স্বাভাবিক ছন্দে ঘটছিল সবটা। কিন্তু তাল কাটে মেসির যুবভারতীতে ঢোকার পরই। দর্শকদের অভিযোগ, তাঁরা মেসিকে দেখতেও পাননি। ফুটবলারকে প্রায় ৭০-৮০ জন ঘিরে ছিল। তারপরই দর্শকরা ক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতির অবনতি হচ্ছে দেখে মেসিকে স্টেডিয়াম থেকে বের করে দেন উদ্যোক্তারা। যদিও এতেই যেন ক্ষোভের আগুনে ঘি পড়ে। ফুঁসে ওঠেন হাজার হাজার টাকা খরচ করে মেসিকে দেখতে আসা সাধারণ মানুষ। ঢুকে পড়েন মাঠের ভিতরে। বোতল ছোড়েন। স্টেডিয়ামের বাকেট সিট ভেঙে সেগুলোকে ছুঁড়তে শুরু করেন সাধারণ দর্শকরা। আর তারপরই স্টেডিয়ামের ফেন্সিং টপকে, গেট ভেঙে মাঠে ঢুকে পড়ে উন্মত্ত জনতা। ভেঙে ফেলা হয় গোলপোস্ট।
Latest Videos

