‘জমি পরিষ্কার হচ্ছে দেখে মনে অদ্ভুত আশা হচ্ছিল…’, আবার মন ভাঙল সিঙ্গুরের তাপসের

|

Jan 18, 2026 | 2:55 PM

Singur Industry: টাটার ছেড়ে যাওয়া সেই জমিতেই আজ সভা হবে। সিঙ্গুরের জমি নিয়ে এক ইচ্ছুক কৃষক বলেন, "বলা হয়েছিল আইন অনুযায়ী জমি চাষযোগ্য করে দিতে হবে। এখনও পর্যন্ত হয়নি, আর হবেও না। ওখানে শিয়াল চাষ হবে। কয়েকদিন বাদে বাঘের বাচ্চা এনে ছাড়া হবে, সেই বাঘের চাষ হবে।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিঙ্গুরের সভা ঘিরে উত্তেজনা তুঙ্গে। অধীর আগ্রহে বসে সবাই। টাটার ছেড়ে যাওয়া সেই জমিতেই আজ সভা হবে। সিঙ্গুরের জমি নিয়ে এক ইচ্ছুক কৃষক বলেন, “বলা হয়েছিল আইন অনুযায়ী জমি চাষযোগ্য করে দিতে হবে। এখনও পর্যন্ত হয়নি, আর হবেও না। ওখানে শিয়াল চাষ হবে। কয়েকদিন বাদে বাঘের বাচ্চা এনে ছাড়া হবে, সেই বাঘের চাষ হবে। মানুষের জ্বালা-যন্ত্রণা কোনওদিনই মিটবে না।” আরেক বাসিন্দা তাপস পাখিরা। তিনি টাটার কারখানায় কাজ করতেন। তিনি বলেন, “জমি পরিষ্কার হচ্ছে দেখে ভেবেছিলাম ফ্যাক্টরি হবে। বুকের মধ্যে আশা জেগেছিল, আলাদা একটা ফিলিং হচ্ছিল। আমি নিজে গিয়ে জমি দেখেও এসেছিলাম। তারপর বলল, না, মোদীর সভা হবে।”