আশাকর্মীদের সঙ্গে দেখা করতে এসেছিলেন, গো ব্যাক স্লোগান শুনে ফিরতে হল লকেটকে

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 21, 2026 | 6:05 PM

উত্তরবঙ্গ থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাত থেকে আসা শুরু করেছেন আশাকর্মীরা। স্বাস্থ্য়ভবন অভিযান কর্মসূচি তাঁদের পূর্ব ঘোষিত। কিন্তু সেই কর্মসূচি ঘিরেই আরও এক লজ্জার ছবি দেখল কলকাতা! বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। তাঁকে ‘গো ব্যাক’ স্লোগান শুনতে হয়।

রাজপথ আজ বেগুনি রঙের দখলে! আশাকর্মীদের বিক্ষোভে ক্রমেই চড়ছে উত্তাপ। উত্তরবঙ্গ থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাত থেকে আসা শুরু করেছেন আশাকর্মীরা। স্বাস্থ্য়ভবন অভিযান কর্মসূচি তাঁদের পূর্ব ঘোষিত। কিন্তু সেই কর্মসূচি ঘিরেই আরও এক লজ্জার ছবি দেখল কলকাতা! বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। তাঁকে ‘গো ব্যাক’ স্লোগান শুনতে হয়। এদিকে, সকালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আশাকর্মীদের উদ্দেশে মন্তব্য বলেছিলেন,  “আমরা আপনাদের সঙ্গে আছি। কিন্তু রাজনৈতিকভাবে কেউ আপনাদের ব্যবহার করতে চাইলে সেই ফাঁদে পা দেবেন না। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আপনারা হয়তো তাঁদের কিছু চাঁদাও দেন বলে শুনেছি। সঠিক জানি না। শুনেছি।”

Published on: Jan 21, 2026 05:57 PM