Valentines Day 2023: ভ্যালন্টাইন্স ডে-তে কামড় দিন প্রন স্টারে
ভ্যালন্টাইন্স ডে-তে কামড় দিন প্রন স্টারে
অ্যাডাল্ট ফুড বোধহয় একেই বলে। সিটি সেন্টার ওয়ানের এই রেস্তোরায় ঢুকলেই প্রেমের আভাস আন্দাজ পাবেন। তবে হার্ট বিট বেড়ে যাবে মেনুতে নজর দিলে। মেনুতে ভ্যালেনটাইন স্পেশাল কী কী আছে শুনুন কুড়মুড়ে চিংড়ি দিয়ে প্রন স্টার। বিয়ের চাপ। প্রথম রাতে কবিরাজি। মিট বল দিয়ে তৈরি ব্রেক মাই বলস। এরকম আরও অনেক রকম চিত্তাকর্ষক পদ। রেস্তোরাঁর কর্নধার স্বস্তিক নাগ। বয়স কম। এইসব অ্যাডাল্ট ফুডের আইডিয়া বেরিয়েছে তাঁর মাথা থেকেই। শুধু নামেই নয় রেসিপিতেও
থাকছে উষ্ণতার ছোঁয়া। রেস্তোরাঁ সাজানো হয়েছে প্রেমের থিম সামনে রেখে। দাম কি পকেট ফ্রেন্ডলি? স্বস্তিক নাগ বলেন, একদম পকেট ফ্রেন্ডলি। এবং এইসব নাম দেখে প্রথমেই যেটা আমরা করতে পেরেছি যে একটা অনাবিল হাসি যেটা নাকি ক্রমশই হারিয়ে যাচ্ছে সেটা ফিরিয়ে আনতে পেরেছি। সবাই মেনু দেখেই প্রথমে প্রাণ খুলে হাসছেন।