LPG Biometric Link: গ্যাসের বায়োমেট্রিকে সমস্যায় গ্রাহকরা

rahul Sadhukhan |

Dec 22, 2023 | 12:19 PM

রান্নার গ্যাসে বায়োমেট্রিক। কিন্তু গ্যাসের বায়োমেট্রিক করাতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে গ্রাহকদের। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও সুরাহা মিলছে না।

রান্নার গ্যাসে বায়োমেট্রিক। সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ৩১শে ডিসেম্বর। কিন্তু গ্যাসের বায়োমেট্রিক করাতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে গ্রাহকদের। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও সুরাহা মিলছে না। কিন্তু কেন? জেনে নিন গ্রাহকরা কি বলছেন।

সকাল আটটা থেকে লাইনে দাঁড়াতে হচ্ছে। কিন্তু লিঙ্ক থাকছে না। এইজন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও কোন লাভ হচ্ছে না। যাঁরা লাইনে দাঁড়াচ্ছেন তাঁদের মধ্যে অনেকে বয়স্ক ব্যক্তি। বাড়ির সব কাজ ফেলে রেখে দৌড়ে আসতে হচ্ছে গ্যাসের লাইনে। কেউ আবার অফিস যেতে পারছেন না গ্যাসের বায়োমেট্রিক করার জন্য। গ্যাসে বায়োমেট্রিকের জন্য কত দিনই বা তাঁরা অফিস যেতে পারবেন না, তা তাঁরা জানেন না। পাঁচ মিনিটের কাজ লিঙ্ক না থাকার জন্য দু-তিন দিন ধরে আসতে হচ্ছে।