Amit Shah: বঙ্গ বিজেপি নেতাদের ফের ২০০ আসন জয়ের টার্গেট
Amit Shah in Bengal: সূত্রের খবর, বিজেপির কোর কমিটির বৈঠকে অমিত শাহ দলের বর্তমান সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনা করেন। দলীয় সূত্রের খবর, আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে প্রত্যেক স্তরের নেতাকর্মীদের জন্য একটি সুনির্দিষ্ট 'টার্গেট' বা লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন তিনি। চর্চা রাজনৈতিক আঙিনায়।
রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করার পাশাপাশি তিনি বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বৈঠকে বসেন। আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলায় পদ্ম শিবির কোন পথে হাঁটবে এবং তাদের রণকৌশল কী হবে, তার একটি সুনির্দিষ্ট রূপরেখা বা ‘ব্লু-প্রিন্ট’ তৈরি করে দিয়ে গিয়েছেন তিনি। সূত্রের খবর, বিজেপির কোর কমিটির বৈঠকে অমিত শাহ দলের বর্তমান সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনা করেন। দলীয় সূত্রের খবর, আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে প্রত্যেক স্তরের নেতাকর্মীদের জন্য একটি সুনির্দিষ্ট ‘টার্গেট’ বা লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন তিনি।
Published on: Jan 01, 2026 11:45 PM

