অনুব্রত জেলে আর মদন মিত্র জলে। হোলির পুল পার্টি, সেখানে হাজির কালারফুল বয়। নিউটাউনের বিলাসবহুল হোটেলে হোলির বেসামাল ভিড়ের সামনে মদন মিত্র। ইন্টারভিউ নেওয়াই দুষ্কর। তবুও TV9 বাংলা ডিজিটালকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার মদন মিত্রের। জানালেন রাজনীতির অঙ্গন তপ্ত বীরভূমে জয় হবে সবুজ আবিরেরই। উপস্থিত মানুষজন রঙ লাগিয়ে দেন কামারহাটির বিধায়কের গালে। পুলসাইড পার্টিতেও যোগ দেন মদন মিত্র। তারপরেই TV9 বাংলা ডিজিটালের প্রশ্ন অনুব্রত মণ্ডল জেলে আর মদন মিত্র পুলে? এই প্রশ্নের উত্তরে মদন মিত্র বলেন, “আপনারা কি চান আমিও জেলে থাকি? যেকোনো কারণেই হোক অনুব্রত মণ্ডল কে নিয়ে যাওয়া হয়েছে দিল্লিতে। তবুও এই কথা বলছি বীরভূমে এবার পঞ্চায়েত ভোটে জিতবে তৃণমূল।