বাবার ব্রেনস্ট্রোক শুনেই মুম্বই থেকে শহরে মিঠুনের বড় ছেলে
বাবার শারীরিক অসুস্থতার খবর পেয়ে শনিবার রাতেই মুম্বই থেকে শহরে এসেছেন মিঠুনের বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমো। সূত্রের খবর, রবিবার সকালে মিঠুনকে দেখতে হাসপাতালে আসেন মিমো। দু’জনের মধ্যে দীর্ঘক্ষণ কথাবার্তাও হয়। বাবার সঙ্গে কথা বলে পেলেন স্বস্তি।
কেমন আছেন মিঠুন?
১০ ফেব্রুয়ারি আচমাকই অসুস্থ হয়ে পড়েন মিঠুন চক্রবর্তী। ভর্তি করা হয়েছিল এক বেসরকারি হাসপাতালে। রাত পোহাতেই কাটল দুশ্চিন্তা। এখন অনেকটাই ভাল আছেন তিনি। তরল, নরম খাবার খাচ্ছেন, কথাও বলছেন। বেশ কিছু পরীক্ষার রিপোর্ট দেখে তাঁর ছুটির প্রক্রিয়াও শুরু হবে বলে হাসপাতাল সূত্রে খবর।
দেখতে এলেন ছেলে
বাবার শারীরিক অসুস্থতার খবর পেয়ে শনিবার রাতেই মুম্বই থেকে শহরে এসেছেন মিঠুনের বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমো। সূত্রের খবর, রবিবার সকালে মিঠুনকে দেখতে হাসপাতালে আসেন মিমো। দু’জনের মধ্যে দীর্ঘক্ষণ কথাবার্তাও হয়। বাবার সঙ্গে কথা বলে পেলেন স্বস্তি।
শানুর আক্ষেপ
কোনওদিন এআর রহমানের সঙ্গে গান গাওয়া হয়নি কুমার শানুর। কেন জানেন? তাঁর কথায়, “রোজা ছবির সব কয়টি গান এআর রহমান আমাকে গাইতে বলেন। ওকে বলি গাইতে পারি, তবে তোমাকে মুম্বই এসে রেকর্ড করাতে হবে। সেটা ওঁর পক্ষে সম্ভব ছিল না। আর আমাদেরও গান গাওয়া হয়নি। পরে যখন রোজার গানগুলো মুক্তি পায় দারুণ কষ্ট হয়েছিল। কী সব গান! আহা! এর পর থেকে আর আমাকে কোনওদিন গাইতে ডাকলেন না উনি।”
অসুস্থ রচনা?
অসুস্থ হয়েও চলছে কাজ। সম্প্রতি দিদি নম্বর ওয়ান সেট থেকে ভাইরাল এক ভিডিয়ো। যেখানে এক প্রতিযোগীকে রচনা বন্দ্যোপাধ্যায় জানান, তাঁর শরীর সত্যি ভাল নেই। অভিনেত্রী বলেন, আসলে আমার একটু ঠান্ডা লাগার ধাত আছে। বাইরে এখন খুবই ঠান্ডা তাই এতটা ঠান্ডা লেগে গিয়েছে। তাছাড়া ঠান্ডা গরম ঠান্ডা গরম করে আরও বেশি ঠান্ডা লেগেছে।
৩৫-এ মিমি
উইকিপিডিয়া বলছে, আজ অর্থাৎ রবিবার জীবনের ৩৫টা বসন্ত কাটিয়ে ফেললেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। ব্যক্তিগত জীবনে এখন তিনি সিঙ্গল হলেও তিনি একা, তা ভাবার কোনও কারণ নেই। ঘড়ির কাঁটা রাত বারোটা ছুঁতেই মিমির জন্য কেক আর একগুচ্ছ উপহার নিয়ে হাজির হলেন তাঁর কাছের মানুষ, তাঁর বন্ধুরা। শুভেচ্ছায় ভরে উঠল তাঁর সামাজিক মাধ্যমও।
১০০ কোটির মানহানি
মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়েছিলেন পুনম পান্ডে। এ বার পুনম ও তাঁর স্বামীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করে অভিযোগ জমা পড়ল কানপুর থানায়। অভিযোগ পত্রে লেখা হয়েছে, ‘পুনম ও তাঁর স্বামী ষড়যন্ত্র করে মৃত্যুর ভুয়ো খবর ছড়ান। শুধু তাই নয়, ক্যানসারের মতো একটা রোগকে নিয়ে মশকরা করেছেন। কোটি কোটি ভারতীয় ও বলিউড ইন্ডাস্ট্রির সংবেদনশীলতার সুযোগ নিয়ে গোটাটাই তিনি নিজের প্রচারের উদ্দেশ্যে করেছেন।’
প্রধানমন্ত্রী হতে চান কঙ্গনা?
ইমার্জেন্সি ছবির শেষ পর্যায়ের কাজ নিয়ে ব্যস্ত এখন কঙ্গনা রানাওয়াত। এক সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গেই তাঁকে প্রশ্ন করা হয়, তিনি কি প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছে রাখেন? উত্তরে তিনি হাসতে হাসতে জানান, তাঁর ছবি ইমার্জেন্সি দেখলে, তাঁকে কেউ আর প্রধানমন্ত্রী হিসেবে চাইবেন না।
ঋষির কোলে রাহা!
ঋষি কাপুর নাতনি রাহা কাপুরকে কোলে নিয়ে দাঁড়িয়ে তুললেন ছবি। কী চমকে যাচ্ছেন? না, এই ছবি বাস্তবে মেলা আর সম্ভব নয়। তবে ভক্তরা প্রয়াত ঋষি কাপুরের ছবি মর্ফ করে এই ফ্রেম বানালেন। যা নজর এড়াল না নীতু কাপুরের। রাগ নয়, বরং খুশি হয়েই তিনি কমেন্ট করলেন, এটা সত্যি ভীষণ সুন্দর।
মালাইকাকে দেখে অবাক নেটপাড়া
ফিটনেস নিয়ে বরাবরই সচেতন অভিনেত্রী তথা মডেল মালাইকা আরোরা। তিনিই এবার গালা লাঞ্চে ব্যস্ত। ঝলক দিখলা যা রিয়্যালিটি শোয়ের সেট থেকে ভিডিয়ো শেয়ার করলেন ফারহা খান। যেখানে তাঁদের খেতে দেখা গেল, খাট্টা আলু, বেগুন ভাজা, কিমা, ভাত, ডাল সঙ্গে আরও অনেক কিছু। যা দেখে রীতিমতো অবাক মালাইকা ভক্তরা।