Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mahua Wine: বাজারে এল মহুয়ার ওয়াইন!

Mahua Wine: বাজারে এল মহুয়ার ওয়াইন!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 09, 2023 | 7:29 PM

ভারতে বিয়ার,হুইস্কি,রাম ও ভদকা সহ মদের চাহিদা অনেক বেশি। বিভিন্ন মদের মধ্যে অন্যতম মদ হল মহুয়া মদ। মধ্যপ্রদেশ সরকার এই মদের উৎপাদন বাড়াতে মন্ড ব্র্যান্ড এনেছে। মধ্যপ্রদেশ সরকার ১৮০ মিলিলিটার ও ৭৫০ মিলিলিটারের বোতল এনেছে। এই মহুয়া মদের দামও কমানো হয়েছে আগের থেকে। ৭৫০ মিলিলিটারের দাম ৮০০ টাকা ও ১৮০ মিলিলিটার মদের দাম ২০০ টাকা।

ভারতে বিয়ার,হুইস্কি,রাম ও ভদকা সহ মদের চাহিদা অনেক বেশি। বিভিন্ন মদের মধ্যে অন্যতম মদ হল মহুয়া মদ। মধ্যপ্রদেশ সরকার এই মদের উৎপাদন বাড়াতে মন্ড ব্র্যান্ড এনেছে। মধ্যপ্রদেশ সরকার ১৮০ মিলিলিটার ও ৭৫০ মিলিলিটারের বোতল এনেছে। এই মহুয়া মদের দামও কমানো হয়েছে আগের থেকে। ৭৫০ মিলিলিটারের দাম ৮০০ টাকা ও ১৮০ মিলিলিটার মদের দাম ২০০ টাকা। মহুয়া ওয়াইনের বোতল মধ্যপ্রদেশের রাজ্য পরিবহন দফতরের বারে পাওয়া যাবে। তবে সাধারণ মদের দোকানে এই মদ পাওয়া যাবে না। সরকারিভাবে পেগের দাম স্থির করা হবে না। গত বছর মধ্যপ্রদেশ সরকার এই মদ তৈরির অনুমোদন দেয়। দিন্দরি ও আলিরাজপুরের গোষ্ঠীকে এই মদ তৈরির অনুমোদন দেয়।