রাত পোহালেই মকর সংক্রান্তি, গঙ্গাসাগরে ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা
লক্ষ লক্ষ মানুষের গন্তব্য এখন সাগরসঙ্গম। এবারের মেলায় পুণ্যার্থীদের পারাপারের জন্য মোট ২১টি জেটি ব্যবহার করা হচ্ছে। তীর্থযাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে পরিবহণের ব্যবস্থাও রাখা হয়েছে। বাবুঘাট থেকে লট নম্বর আট পর্যন্ত ৩৬০০টি বাস, কচুবেড়িয়া থেকে সাগর পর্যন্ত আরও ৩০০টি বাস চলাচল করছে।
মকর সংক্রান্তির মাহেন্দ্রক্ষণের আগে গঙ্গাসাগর মেলায় ভিড় বাড়তে শুরু করেছে। কলকাতার বাবুঘাট থেকে কাকদ্বীপের লট নম্বর আট, সাগরমেলা স্পেশ্যাল বাসের দীর্ঘ লাইন ১১৭ নম্বর জাতীয় সড়কজুড়ে চোখে পড়ছে। কাকদ্বীপের লট নম্বর আট এবং সাগরের কচুবেড়িয়া জেটিঘাটে মাথায় বোঁচকা, ব্যাগপত্র নিয়ে পুণ্যার্থীদের লম্বা লাইন দেখা দিয়েছে। প্রবল শীতের সঙ্গে দীর্ঘ পথের ক্লান্তি—সবকিছুকে উপেক্ষা করেই বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র-সহ বিভিন্ন রাজ্য থেকে আসা দেহাতি মানুষ এগিয়ে চলেছেন পুণ্যস্নানের আশায়। লক্ষ লক্ষ মানুষের গন্তব্য এখন সাগরসঙ্গম। এবারের মেলায় পুণ্যার্থীদের পারাপারের জন্য মোট ২১টি জেটি ব্যবহার করা হচ্ছে। তীর্থযাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে পরিবহণের ব্যবস্থাও রাখা হয়েছে। বাবুঘাট থেকে লট নম্বর আট পর্যন্ত ৩৬০০টি বাস, কচুবেড়িয়া থেকে সাগর পর্যন্ত আরও ৩০০টি বাস চলাচল করছে। পাশাপাশি ১৩টি বার্জ, ৪৫টি ভেসেল এবং ১২০টি লঞ্চের ব্যবস্থা রাখা হয়েছে।