Malda: ১৫ লক্ষ কাটমানি না দেওয়ায় বিজেপি বুথ সভাপতির বাড়িতে হামলা, ভাঙা হল সিসিটিভিও

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 10, 2025 | 2:16 PM

Malda: ইতিমধ্যেই বিজেপির বুথ সভাপতি মালদা থানায় কংগ্রেস শাসিত দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যদিও ঘটনার পরের দিন থেকেই বিজেপির বুথ সভাপতির পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন।

মালদহ:  দাবি মতো ১৫ লক্ষ টাকা কাট মানি না দিতে পারায় বিজেপির বুথ সভাপতির বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ কংগ্রেস আশ্রীত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাড়ির সিসিটিভি ভেঙে ফেলা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে সাইকেল। বাড়িতে ঢুকে ছিয়াত্তর বছরের এক বৃদ্ধকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। হামলার সময়ের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহে থানার মুচিয়া অঞ্চলের মহাদেবপুর এলাকায়। ইতিমধ্যেই বিজেপির বুথ সভাপতি মালদা থানায় কংগ্রেস শাসিত দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যদিও ঘটনার পরের দিন থেকেই বিজেপির বুথ সভাপতির পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন।

Published on: Nov 10, 2025 02:15 PM