এন্টালি থেকে গ্রেফতার মালদহের তৃণমূল নেতা এনারুল শেখ
মালদহের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় দাবি, ইতিমধ্যেই মাদক কারবার করে হাজার হাজার কোটি টাকারও বেশি মুনাফা করেছে এনারুল। দীর্ঘদিন ধরেই তার খোঁজ চলছিল তার সঙ্গেই গ্রেফতার করা হয়েছে কাকা ভবলু ওরফে শওকত শেখকেও।
রাজ্যের মাদক চক্রের পাণ্ডা তথা স্থানীয় তৃণমূল নেতা এনারুল শেখ। যার সঙ্গে ঘনিষ্ঠতা রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের বলে একাংশের দাবি। কলকাতার এন্টালি থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করল মালদহ পুলিশের বিশেষ দল। উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে মাদক তৈরির কাঁচামাল এনে ব্রাউন সুগার তৈরি এবং আন্তর্জাতিক মাদক পাচার চক্রের কিং পিন এই এনারুল।পুলিশ সূত্রের খবর, বিভিন্ন পাকিস্তানি উগ্র জঙ্গি সংগঠনের সঙ্গেও মাদক পাচারের টাকার লেনদেনের সম্ভাবনাও রয়েছে। মালদহের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
দাবি, ইতিমধ্যেই মাদক কারবার করে হাজার হাজার কোটি টাকারও বেশি মুনাফা করেছে এনারুল। দীর্ঘদিন ধরেই তার খোঁজ চলছিল তার সঙ্গেই গ্রেফতার করা হয়েছে কাকা ভবলু ওরফে শওকত শেখকেও।