Maldives News: মলদ্বীপ ও লাক্ষাদ্বীপ নিয়ে তপ্ত রাজনীতি

বিশ্বের দুই নয়নাভিরাম স্থান। আজ বিতর্কের কেন্দ্রে। লাক্ষাদ্বীপ ও মলদ্বীপ। এই পরিস্থিতিতে দুই দ্বীপে ঘুরতে যাওয়ার খরচ জেনে নিন

Maldives News: মলদ্বীপ ও লাক্ষাদ্বীপ নিয়ে তপ্ত রাজনীতি
| Updated on: Jan 11, 2024 | 8:19 PM

 

বিশ্বের দুই নয়নাভিরাম স্থান। আজ বিতর্কের কেন্দ্রে। লাক্ষাদ্বীপ ও মলদ্বীপ।ঘটনার সূত্রপাত গত সপ্তাহে। লাক্ষাদ্বীপ সফরে গিয়ে, সেখানকার পর্যটনকে উৎসাহ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর, মলদ্বীপের দিক থেকে এসেছে এক আশ্চর্যজনক প্রতিক্রিয়া। ভারত ও প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করে, মলদ্বীপের বেশ কয়েকজন সরকারি কর্তা বলেছেন, মলদ্বীপের থেকে পর্যটকদের নজর ঘোরাতেই নাকি লাক্ষাদ্বীপকে তুলে ধরছেন প্রধানমন্ত্রী। এর ফল হয়েছে ঠিক উল্টো। বহু ভারতীয়ই এখন মলদ্বীপ যাত্রা বাতিল করে, লাক্ষাদ্বীপ যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

 

এবারপ নজর রাখব খরচের দিকে। মলদ্বীপের মুদ্রা, মলদ্বীপ রুফিয়া নামে পরিচিত। ১ মালদ্বীপ রুফিয়া মানে ভারতীয় মুদ্রায় ৪.৬৩ টাকা। এই হিসেবে দেখে নেব দুই দ্বীপে ঘুরতে যাওয়ার কেমন খরচ হবে?

মলদ্বীপ ও লাক্ষাদ্বীপে বিমানে ২জনের রাউন্ড ট্রিপের খরচ গড়ে ৩০,০০০ টাকা ও ২০,০০০ টাকা। মলদ্বীপ ও লাক্ষাদ্বীপে বিলাসবহুল হোটেলে ডাবল বেড রুমের ভাড়া ৭ -১০ হাজার টাকা এবং ২০০০ -৭০০০ টাকার মধ্যে। মলদ্বীপ ও লাক্ষাদ্বীপে প্রতিদিন খাবার খরচ ন্যূনতম ১০০০ টাকা ও ৩০০ টাকা।

 

 

আপনি যদি মলদ্বীপে যেতে চান, তবে একটা সুখবর আছে। ভারতীয়দের ভিসা অন অ্যারাইভাল দেওয়া হয়। অর্থাৎ, আপনাকে আগে থেকে ভিসা করতে হবে না, সেই দেশে পা রাখার পর ৩০ দিনের জন্য ভিসা দেওয়া হয়। এরজন্য ৬ মাসের বৈধতা-সহ পাসপোর্ট লাগে। আর ঘুরতে যাবেন , কেনাকাটা হবে না , তা কী হয়? একদমই নয়। দুই দ্বীপে কী কেনাকাটা করবেন, তারও হদিশ দেব আমরা।

 

Follow Us: