‘এত ভয় পেলে চলবে না’, পুলিশকে পাঠ দিলেন মমতা
Mamata Banerjee: SIR আবহে পুলিশকে নাকা চেকিং বাড়াতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ভিনরাজ্য থেকে বাংলায় এসে যাতে কাউকে গ্রেফতার করে নিয়ে যাওয়া না হয়, সে ব্যাপারে পুলিশকে সতর্ক থাকতে হবে। সেই কারণেই নজরদারি আরও বাড়াতে বলেছেন মমতা।
‘ক্রিমিনাল বললেই সে ক্রিমিনাল নয়।’ কোচবিহারের সভা থেকে স্পষ্ট ভাষায় এ কথা বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘সাধারণ মানুষ আর অপরাধী এক নয়।’
পুলিশকে আরও বেশি করে নাকা চেকিং বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “রাজ্যের পুলিশকে বলব এত ভীতু হলে চলবে না। মারপিট করতে বলছি না। খুন-খারাপি করতে বলছি না। একটু প্রো-অ্যাকটিভ হন। প্রচুর লেনদেন ইধার-উধার হচ্ছে বর্ডার দিয়ে। যাঁরা বেশি সমালোচনা করে তাঁরা খেয়ে যায়। দোষ হয় অন্যের।”
Published on: Dec 08, 2025 10:45 PM