‘কোনও অন্যায় করিনি’, শাহ-শুভেন্দুকে বিঁধে দাবি মমতার!

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 09, 2026 | 11:12 PM

ভাবলাম পার্টিরল সব নিয়ে পালাচ্ছে না তো। মানুষকে ভালবাসি যেমন, জোড়া ফুলে তো দাঁড়াই। পার্টি রক্ষা না হলে মানুষের জন্য লড়ব কীভাবে? অসহায় মানুষ বিপদে পড়লে আমায় জানায়: মমতা বন্দ্যোপাধ্যায়

  • হাজরায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ব্যাখ্যা দিয়ে বলেন,
  • আমি তৃণমূলের চেয়ারম্যান হয়ে করেছি। কোনও অন্যায় করিনি। তুমি চোরের মতো কেন এসেছ? তুমি সব ডেটা আমার চুরি করছিল। তোমরা তো ছটা থেকে করছ।
  • আমি সারে এগারোটায় গেছি। পাঁচ ঘণ্টা সব চুরি  করেছ। আমি খবর শুনেছিলাম। ভেবেছি কথা বলতে এসেছে। আমি প্রতীককে ফোন করি। তোলেনি। তখনই সন্দেহ হয়।
  • ভাবলাম পার্টিরল সব নিয়ে পালাচ্ছে না তো। মানুষকে ভালবাসি যেমন, জোড়া ফুলে তো দাঁড়াই। পার্টি রক্ষা না হলে মানুষের জন্য লড়ব কীভাবে? অসহায় মানুষ বিপদে পড়লে আমায় জানায়।