CM Mamata Banerjee: দিল্লিতে বসে নামবাদের চক্রান্ত, কমিশনকে ফের একহাত নিলেন মমতা

Jan 13, 2026 | 10:31 PM

সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম বাদের অভিযোগ তুলে বলেন, "বিহার-হরিয়ানা-মহারাষ্ট্র ধরতে পারেনি। মাইক্রো-অবজারভার বিজেপির দলদাস। ইতিমধ্যে আমাদের কাছে খবর এসেছে, শুনানিতে ডাকার পরে লগিং করার পরে তা বন্ধ করে দেওয়া হয়েছে। ডিএমরা নাম তুলতে পারেননি। ভোটার ঠিক করে নির্বাচিত সরকার ঠিক করে দিচ্ছে কমিশন।"

সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম বাদের অভিযোগ তুলে বলেন, “বিহার-হরিয়ানা-মহারাষ্ট্র ধরতে পারেনি। মাইক্রো-অবজারভার বিজেপির দলদাস। ইতিমধ্যে আমাদের কাছে খবর এসেছে, শুনানিতে ডাকার পরে লগিং করার পরে তা বন্ধ করে দেওয়া হয়েছে। ডিএমরা নাম তুলতে পারেননি। ভোটার ঠিক করে নির্বাচিত সরকার ঠিক করে দিচ্ছে কমিশন। ৮৪ জন মারা গেছে। ৪ জন আত্মহত্যা করতে গেছিল। ১৭ জনের স্ট্রোক হয়েছে। মোট ১০৫ জনের মতো মানুষেরজীবন সঙ্কটে। এর দায় কমিশন-বিজেপি পার্টিকে নিতে হবে। দুর্যোধন-দুঃশাসনকে নিতে হবে। এছাড়া, ১৩/১৪ টার্গেট করেছে। ওদের বিএলএ ছিল না। হিয়ারিংর সময়ে বিএলএ-দের ঢুকতে দেয়নি। কারণ, সেখানে মাইক্রো অবজার্ভারদের বসিয়ে রেখেছে। কিছু গদ্দার। কিছু দালাল-ক্রিতদাস। যাঁরা গেলেই রাষ্ট্র বিরোধী, লিখে দিচ্ছে ‘কোনও নথি পাওয়া যাচ্ছে না।’ কোনও রসিদ দেওয়া হচ্ছে না।”