Mamata Banerjee: নাম বাদের তালিকা নিয়ে কমিশন-বিজেপিকে একযোগে আক্রমণ মমতার

| Edited By: Avra Chattopadhyay

Jan 14, 2026 | 1:14 PM

Mamata Banerjee in Election Commission: মুখ্যমন্ত্রীর কথায়, 'এসআইআর-এর নামে বাংলাজুড়ে সর্বনাশের খেলা চলছে। দিল্লি থেকে বসে ৫৪ লক্ষ মানুষের নাম ডিলিট করে দেওয়া হয়েছে। ইআরও-দের অজান্তেই, বিজেপির কোনও এক নেতার নির্দেশে এসব হয়েছে। অনেক জায়গায় দেখা গিয়েছে, বিবাহিত মহিলাদের নাম বেশি করে বাদ গিয়েছে।'

কলকাতা: এই অভিযোগ নতুন নয়! বাংলার ভোটার তালিকার নিবিড় পরিমার্জন নিয়ে প্রথম থেকে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নবান্ন থেকে কমিশন-বিজেপিকে একযোগে আক্রমণ করলেন তিনি। বেছে বেছে ‘ইচ্ছাকৃত’ নাম বাদ হয়েছে বলেই অভিযোগ তাঁর।

মুখ্যমন্ত্রীর কথায়, ‘এসআইআর-এর নামে বাংলাজুড়ে সর্বনাশের খেলা চলছে। দিল্লি থেকে বসে ৫৪ লক্ষ মানুষের নাম ডিলিট করে দেওয়া হয়েছে। ইআরও-দের অজান্তেই, বিজেপির কোনও এক নেতার নির্দেশে এসব হয়েছে। অনেক জায়গায় দেখা গিয়েছে, বিবাহিত মহিলাদের নাম বেশি করে বাদ গিয়েছে।’