‘ব্রেন ফেটে রক্ত বেরচ্ছে, ডান হাতটা মাথায় উঠে গেল…’, সেদিনের কথা মনে করালেন মমতা

Jan 09, 2026 | 8:13 PM

তিনি বলেন, "মাথার মাঝে ডান্ডা জোরে মেরেছে। গলগল করে রক্ত বেরচ্ছে। ব্রেনের এখানটা ফেটে গিয়ে আবার গলগল করে রক্ত বেরচ্ছে। ডানহাত টা মাথায় উঠে গিয়েছিল। হাতের হাড়টা যদি থেঁতলে না যেত, তাহলে মাথাটাই থেঁতলে যেত।" মাথায় আঘাত পাওয়ার পর থেকে ভোর চারটের আগে ঘুমোতেও পারেন না তিনি।

আইপ্যাকের অফিসে কেন্দ্রীয় সংস্থার অভিযান ঘিরে তপ্ত রাজ্য রাজনীতি। প্রতিবাদে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। শুক্রবার মিছিল শেষে বক্তব্য রাখেন তিনি। মনে করিয়ে দেন ২১ জুলাই কী হয়েছিল হাজরায়। তিনি বলেন, “মাথার মাঝে ডান্ডা জোরে মেরেছে। গলগল করে রক্ত বেরচ্ছে। ব্রেনের এখানটা ফেটে গিয়ে আবার গলগল করে রক্ত বেরচ্ছে। ডানহাত টা মাথায় উঠে গিয়েছিল। হাতের হাড়টা যদি থেঁতলে না যেত, তাহলে মাথাটাই থেঁতলে যেত।” মাথায় আঘাত পাওয়ার পর থেকে ভোর চারটের আগে ঘুমোতেও পারেন না তিনি।