Mamata Banerjee: ভারত সেবাশ্রম সংঘের মহারাজের নামও কেটে দিয়েছে: মমতা
কপিলমুনির আশ্রমImage Credit source: Tv9 Bangla

Mamata Banerjee: ভারত সেবাশ্রম সংঘের মহারাজের নামও কেটে দিয়েছে: মমতা

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 05, 2026 | 7:51 PM

Kapilmuni: তিনি বলেন, "গঙ্গাসাগর সেতু করতে সময় লাগবে। কারণ খুব টাফ কাজ। ভারত সেবাশ্রম সংঘের মহারাজের নামও কেটে দিয়েছে। আমরা অনেকবার কেন্দ্রকে বলেছিলাম জাতীয় মেলা হিসাবে ঘোষণা করতে। কিন্তু করেনি। আমরা ভিক্ষা চাই না।" 

আজ কপিলমুনির আশ্রমে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ভারত সেবাশ্রম সংঘে যান তিনি। আগামী ৮ তারিখ আউটরাম ঘাটে যাবেন তিনি। তিনি বলেন, “গঙ্গাসাগর সেতু করতে সময় লাগবে। কারণ খুব টাফ কাজ। ভারত সেবাশ্রম সংঘের মহারাজের নামও কেটে দিয়েছে। আমরা অনেকবার কেন্দ্রকে বলেছিলাম জাতীয় মেলা হিসাবে ঘোষণা করতে। কিন্তু করেনি। আমরা ভিক্ষা চাই না।”