Matua: মতুয়াগড়ে মমতা, কিন্তু যাবেন না ঠাকুরবাড়ি
Mamata banerjee: এদিন মমতা বালা ঠাকুর এর অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী জানান, "আমরা আশা করেছিলাম উনি ঠাকুরবাড়িতে আসবেন। এলে আমাদের মানুষগুলো আরও আশ্বস্ত হতো ভরসা পেতেন। না আসার কারণে কিছুটা ক্ষোভের বাতাবরণ তৈরি হয়েছে। আমরা খোঁজ-খবর নিয়ে দেখেছি কিছু চক্রান্ত হচ্ছে ঠাকুরবাড়িতে। আসলে মমতাবালা ঠাকুরের গুরুত্ব আরও বাড়বে। আগামীতে যে ইলেকশন যদি কোনও সমস্যা হয় তাহলে তার দায়ভার তাদেরকে নিতে হবে।"
মঙ্গলবার বনগাঁ ত্রিকোণ পার্কে মুখ্যমন্ত্রীর জনসভা রয়েছে। পরবর্তীতে চাঁদপাড়া থেকে তিন কিলোমিটার ঠাকুরনগর রাস্তায় পথযাত্রা রয়েছে মুখ্যমন্ত্রীর। অথচ ঠাকুর বাড়িতে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী এমনটাই সূত্রের খবর। এদিন মমতা বালা ঠাকুর এর অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী জানান, “আমরা আশা করেছিলাম উনি ঠাকুরবাড়িতে আসবেন। এলে আমাদের মানুষগুলো আরও আশ্বস্ত হতো ভরসা পেতেন। না আসার কারণে কিছুটা ক্ষোভের বাতাবরণ তৈরি হয়েছে। আমরা খোঁজ-খবর নিয়ে দেখেছি কিছু চক্রান্ত হচ্ছে ঠাকুরবাড়িতে। আসলে মমতাবালা ঠাকুরের গুরুত্ব আরও বাড়বে। আগামীতে যে ইলেকশন যদি কোনও সমস্যা হয় তাহলে তার দায়ভার তাদেরকে নিতে হবে।”
Published on: Nov 24, 2025 04:38 PM
Latest Videos
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
