Kasba News: কাউন্সিলরের বাড়ির অদূরে চলল গুলি! নেপথ্যে কারা?
Kasba News Update: কাউন্সিলরের বাড়ির অনতিদূরে। ঘটনা কসবার। সেখানে কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ির অনতিদূরেই হল চলল গুলি। অভিজিৎ নাইয়া নামে এক যুবক লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতী। বাঁ হাতে গুলি লাগে যুবকের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
কলকাতা: খাস কলকাতায় শুটআউট। তাও আবার কাউন্সিলরের বাড়ির অনতিদূরে। ঘটনা কসবার। সেখানে কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ির অনতিদূরেই হল চলল গুলি। অভিজিৎ নাইয়া নামে এক যুবক লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতী। বাঁ হাতে গুলি লাগে যুবকের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
কিন্তু কেন গুলি চলল? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় অভিজিৎ ওই এলাকায় বন্ধুদের সঙ্গে মদের আসরে যোগ দিয়েছিলেন। তখনই এসে গুলি চালায় এক দুষ্কৃতী। ইতিমধ্যেই এই ঘটনায় বাবাই নামে এক যুবককে আটক করেছে কসবা থানার পুলিশ। গুলি চালানোর কারণ খতিয়ে দেখছে পুলিশ।