Mango Price Hike: প্রতি বছরই দাম বাড়ছে আমের

Mango Price Hike: প্রতি বছরই দাম বাড়ছে আমের

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: May 24, 2023 | 9:03 AM

মূল্যবৃদ্ধির বহর বাড়ছে প্রতি বছর। গত ৯ বছর ধরে প্রতি বছর ১০.৪% করে দাম বাড়ছে আমের। প্রতি বছর পাল্লা দিয়ে বাড়ছে পরিবেশের গড় উষ্ণতা। উষ্ণায়নের আর জলবায়ু পরিবর্তনের প্রভাব সরাসরি পড়ছে আমের ফলনে। অসময়ে বৃষ্টির কারণেও ফলনে প্রভাব পড়েছে। তাই দাম বেড়েছে

আম আদমির ফল আম। ফলের রাজা আম । এবার কি রাজার ফল হতে চলেছে গ্রীষ্মের এই ফল? দাম বাড়ছে আমের। মূল্যবৃদ্ধির বহর বাড়ছে প্রতি বছর। গত ৯ বছর ধরে প্রতি বছর ১০.৪% করে দাম বাড়ছে আমের। প্রতি বছর পাল্লা দিয়ে বাড়ছে পরিবেশের গড় উষ্ণতা। উষ্ণায়নের আর জলবায়ু পরিবর্তনের প্রভাব সরাসরি পড়ছে আমের ফলনে। অসময়ে বৃষ্টির কারণেও ফলনে প্রভাব পড়েছে। তাই দাম বেড়েছে। কনজিউমার প্রাইস ইনডেক্সের রিপোর্টেও এর প্রতিফলন পড়েছে। ওই রিপোর্ট অনুসারে ২৯৯টি পণ্যের দাম প্রতি গ্রীষ্মে বাড়ে। দাম বাড়ে এসি, কুলার, দুধ, দই আর ফলের। এর সঙ্গেই প্রতিবছর বাড়ছে আমের দাম। গরমে আম ছাড়াও ফুটি আর তরমুজেরও দাম বাড়ে। মূল্যবৃদ্ধির ফলে সাধারণের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে আম। আম দেখে ঘাম আর নাভিশ্বাস ছাড়া আর কিছু নেই।