Mangroves in Hooghly: ম্যানগ্রোভ বসিয়ে গঙ্গা ভাঙন রুখতে উদ্যোগ উত্তরপাড়ার আবাসনের
আস্তে আস্তে জনবসতির কাছে চলে আসছে গঙ্গা। হুগলির উত্তরপাড়া থেকে গুপ্তিপাড়া,শহর থেকে গ্রাম বিস্তীর্ণ এলাকা রয়েছে গঙ্গানদীর পাড়ে। উত্তরপাড়া,চন্দননগর,কোন্নগরের মত শহরাঞ্চলেও গঙ্গার পাড় ভাঙছে। গঙ্গা পাড়ের ভাঙন ঠেকাতে উদ্যোগ নিল উত্তরপাড়ার আবাসন।
আস্তে আস্তে জনবসতির কাছে চলে আসছে গঙ্গা। হুগলির উত্তরপাড়া থেকে গুপ্তিপাড়া,শহর থেকে গ্রাম বিস্তীর্ণ এলাকা রয়েছে গঙ্গানদীর পাড়ে। বলাগড়ের ভাঙন সমস্যা দীর্ঘদিনের। উত্তরপাড়া,চন্দননগর,কোন্নগরের মত শহরাঞ্চলেও গঙ্গার পাড় ভাঙছে। নগরায়নের চাপে গঙ্গার পারে গরে উঠছে একের পর এক আবাসন। গঙ্গার ভাঙন সেই আবাসনের কাছে চলে আসায় বিপদ হতে পারে।উত্তরপাড়ার আবাসন যখন তৈরী হয় গঙ্গার অবস্থান ছিল বেশ কিছুটা দূরে।পার ভেঙে এখন কাছে আসতে শুরু করেছে।তাই গঙ্গা পাড়ের ভাঙন ঠেকাতে উদ্যোগ নিল উত্তরপাড়ার আবাসন।এর আগে চন্দননগর কলেজ থেকে ম্যানগ্রোভ লাগানো হয়েছিল গঙ্গার পারে।উত্তরপাড়ার আবাসনের পক্ষ থেকে সুন্দর বনের ম্যানগ্রোভ ম্যানের সাহায্যে পাঁচ হাজার বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ বসানো হয়।এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপাড়ার চেয়ারম্যান দিলীপ যাদব।চেয়ারম্যান বলেন,এভাবে সবাইকে এগিয়ে আসতে হবে।গঙ্গা ভাঙন রোধের পাশাপাশি পরিবেশ বাঁচবে এই উদ্যোগে।