SIR: রাজনৈতিক কারণে কোটি কোটি নাম বাদের কথা বলা হচ্ছে: CEO

Jan 26, 2026 | 7:50 PM

Kolkata: তবে এর হয়রানির দায় সরাসরি রাজ্যের সরকারের উপর চাপাচ্ছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, কমিশনকে ১০০০ ডেটা এন্ট্রি অপারেটর দেয়নি রাজ্য। তাই নামের ভুল ধরা পড়ছে। ঘুরিয়ে বিএলওদের নামের ভুল ধরা হচ্ছে। 

এসআইআর-এর (SIR) শুনানির নামে সাধারণ মানুষের উপর হয়রানি করা হচ্ছে। এই নিয়ে বারবার ক্ষোভ উগরে দিয়েছে রাজ্যের শাসকদল। তবে এর হয়রানির দায় সরাসরি রাজ্যের সরকারের উপর চাপাচ্ছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, কমিশনকে ১০০০ ডেটা এন্ট্রি অপারেটর দেয়নি রাজ্য। তাই নামের ভুল ধরা পড়ছে। ঘুরিয়ে বিএলওদের নামের ভুল ধরা হচ্ছে।