গ্রেফতার একের পর এক জঙ্গি ডাক্তার, পাকিস্তান থেকেই কি আসছে নাশকতার নির্দেশ?

Nov 11, 2025 | 10:57 PM

নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় সব। এই বিস্ফোরণের পর বারবার ফরিদাবাদের প্রসঙ্গ উঠছে। তার পাশাপাশি উঠে আসছে পুলওয়ামা যোগও। ফরিদাবাদে গ্রেফতার হওয়া মজাম্মেল পুলওয়ামার বাসিন্দা ছিল। সেখানকার একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিল সে। দশ দিন আগেই ফরিদাবাদ থেকে তাকে আটক করে পুলিশ। এরপর তাকে জেরা করে অনন্তনাগের বাসিন্দা আদিল খোঁজ মেলে।

ভরসন্ধ্যায় বিস্ফোরণে কেঁপে উঠেছে দিল্লি। জোড়া গাড়িতে বিস্ফোরণের জেরে একাধিক মৃত্যুর খবর সামনে আসছে। দাঁড়িয়ে থাকা দুটি গাড়িতে বিস্ফোরণের সূত্রপাত, আর তার জেরে একের পর এক গাড়ি, অটো, রিক্সা, বাইকে আগুন লেগে যায়। নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় সব। এই বিস্ফোরণের পর বারবার ফরিদাবাদের প্রসঙ্গ উঠছে। তার পাশাপাশি উঠে আসছে পুলওয়ামা যোগও। ফরিদাবাদে গ্রেফতার হওয়া মজাম্মেল পুলওয়ামার বাসিন্দা ছিল। সেখানকার একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিল সে। দশ দিন আগেই ফরিদাবাদ থেকে তাকে আটক করে পুলিশ। এরপর তাকে জেরা করে অনন্তনাগের বাসিন্দা আদিল খোঁজ মেলে।

Published on: Nov 11, 2025 10:57 PM